চতুর্থ দফার পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বসছে বাংলাদেশ ও তুরস্ক। বৈঠকে তুরস্কের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিনিচ। আজ সোমবার দুই দিনের সফরে ঢাকায় আসছেন তিনি। বৈঠকে অংশ নেওয়া ছাড়াও দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তার।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, পাঁচ বছর পর দুই দেশের সচিবরা বৈঠকে বসছেন। পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের সম্পর্কের সামগ্রিক বিষয়ে আলোচনা হবে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, ঢাকা সফরকালে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীর।
টিজে/টিকে