যুক্তরাষ্ট্রে শাট ডাউনের মেয়াদ বাড়তে থাকলে সরকারি কর্মী ছাঁটাই শুরু হতে পারে বলে সতর্ক করেছে হোয়াইট হাউস।
সোমবার (৬ অক্টোবর) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
সতর্কবার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি সিদ্ধান্ত নেন যে কংগ্রেসের ডেমোক্র্যাটদের সঙ্গে আংশিক সরকারী শাটডাউন শেষ করার আলোচনায় কোনো অগ্রগতি সম্ভব নয়, তবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ব্যাপক ছাঁটাই শুরু হতে পারে।
এরইমধ্যে ৫ দিন পার করেছে দেশটির শাট ডাউন। এখনও তহবিল বরাদ্দ নিয়ে দ্বন্দ্বের সমাধান হয়নি রিপাবলিকান ও ডেমোক্রেটদের মধ্যে।
সোমবার এই ইস্যুতে আরেক দফা ভোটাভুটি হবে মার্কিন কংগ্রেসে।
তবে, দুই দলের ঐক্যমত্যের কোনো ইঙ্গিত মেলেনি। অতি জরুরি পরিষেবা ছাড়া গত বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে মার্কিন প্রশাসনের সব সরকারি কার্যক্রম। শাটডাউনের কারণে বেতন আটকে আছে লাখ লাখ সরকারি কর্মীর। এই অচলাবস্থার জন্য আবারও ডেমোক্র্যাটদেরই দায়ী করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এমআর/টিকে