মালদ্বীপের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশি হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জুর কাছে পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম। গতকাল রবিবার স্থানীয় সময় দুপুর ১টায় রাষ্ট্রপতি কার্যালয়ের গাজী হলে হাইকমিশনার ড. নাজমুল ইসলাম তার পরিচয়পত্র রাষ্ট্রপতির কাছে পেশ করেন।

পরিচয়পত্র পেশের পর এক বৈঠকে দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্ককে আরো জোরদার করার এবং সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার ব্যক্ত করা হয়।

আলোচনাকালে রাষ্ট্রপতি মুইজ্জু মানবসম্পদ উন্নয়ন, উচ্চশিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অর্থনৈতিক সহযোগিতার মতো পারস্পরিক স্বার্থের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বাংলাদেশের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বলেন, বন্ধুপ্রতিম দেশ বাংলাদেশের সঙ্গে মালদ্বীপের দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত চমৎকার। তিনি আশা করেন, আগামীতে দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরো জোরদার হবে এবং ব্যবসা-বাণিজ্যের পরিধিও বৃদ্ধি পাবে। এ সময় হাইকমিশনার ড. নাজমুল ইসলাম বিপুলসংখ্যক বাংলাদেশি শ্রমশক্তি নিয়োগ দেওয়ায় মালদ্বীপ সরকারকে ধন্যবাদ জানান। সেই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য ও ব্যবসা বৃদ্ধির জন্য ঘনিষ্ঠভাবে কাজ করার আশ্বাস দেওয়া হয়।

এ সময় ড. নাজমুল ইসলাম বলেন, সম্প্রতি মালদ্বীপের মাধ্যমে বাংলাদেশ থেকে ট্রান্সশিপমেন্ট বৃদ্ধি পেয়েছে।

আলোচনায় আঞ্চলিক ও আন্তর্জাতিক সমর্থন ও মালদ্বীপের কৃষি খাতের উন্নয়নে বাংলাদেশ সহায়তা করা এবং প্রতিরক্ষা, শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন ইত্যাদি নতুন ক্ষেত্রে সহযোগিতার পথ খুঁজে বের করার জন্য ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

হাইকমিশনার ড. নাজমুল ইসলাম প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের শুভেচ্ছা পৌঁছে দেন এবং সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য রাষ্ট্রপতি মুইজ্জুকে আমন্ত্রণ জানান।
উল্লেখ্য, নবনিযুক্ত হাইকমিশনার ড. নাজমুল একজন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী, শিক্ষাবিদ এবং সংসদীয় কূটনীতিক।

মালদ্বীপে যোগদানের আগে তিনি ওআইসি, টার্কিশ পার্লামেন্ট, ইউএস ডিপার্টমেন্ট অব স্টেটের ফরেন সার্ভিস ইনস্টিটিউট এবং তুরস্কের পাবলিক বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের বিভিন্ন দেশে এক দশকের বেশি সময় কূটনৈতিক ও একাডেমিক অঙ্গনে কাজ করেছেন। তার এই বহুমুখী অভিজ্ঞতা মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক কৌশলগতভাবে এগিয়ে নিতে সহায়ক হবে বলে আশা করেন মালদ্বীপের রাষ্ট্রপতি।

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
বিসিবি নির্বাচনে ভোট দেননি সাবেক অধিনায়ক তামিম Oct 06, 2025
img
নীতি নির্ধারণী পর্যায়ে নারীদের আরও বেশি অংশগ্রহণ জরুরি : শ্রম উপদেষ্টা Oct 06, 2025
img
সেনাপ্রধানের বক্তব্য বিকৃতি ও অপপ্রচারের বিরুদ্ধে সেনাবাহিনীর বিবৃতি Oct 06, 2025
img
সৌদিতে বাংলাদেশি কর্মী নিয়োগের চুক্তি স্বাক্ষরিত Oct 06, 2025
img
তোফায়েল আহমেদের অবস্থা সংকটাপন্ন : পরিবার Oct 06, 2025
img
ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধীর পাঁচ শতাধিক শিক্ষার্থী Oct 06, 2025
img
এএসআই পদে ৪ হাজার নিয়োগ : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশের নোটিশ Oct 06, 2025
img
ভারতের ‘রেড লাইন’কে সম্মান করতে হবে, ট্রাম্পকে কড়া বার্তা জয়শঙ্করের Oct 06, 2025
img
‘ধর্মভিত্তিক দলগুলোর একত্রিত হওয়াকে ষড়যন্ত্র হিসেবে দেখি’ Oct 06, 2025
img
সব দল একমত হলে পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়া সম্ভব : গোলাম পরওয়ার Oct 06, 2025
img
রিমান্ডের চাঞ্চল্যকর তথ্য দিলেন পরীমনি Oct 06, 2025
img
তারেক রহমানের বক্তব্যের প্রশংসায় শিশির মনির Oct 06, 2025
img
শিবপুরের ছাত্রলীগ নেতা সোহেল রানা ঢাকায় গ্রেপ্তার Oct 06, 2025
img
আবরার ফাহাদের স্মরণে ‘আধিপত্যবাদবিরোধী দিবস’ পালনের আহ্বান ডাকসুর Oct 06, 2025
img
বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ শেষ, এখন চলছে গণনা Oct 06, 2025
img
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ইউটিএল-এর অনলাইন সেমিনার অনুষ্ঠিত Oct 06, 2025
img
যমুনা-সচিবালয়সহ আশাপাশে মঙ্গলবার থেকে সভা-সমাবেশ নিষিদ্ধ Oct 06, 2025
img
আতিথেয়তার জন্য পররাষ্ট্রসচিবকে ধন্যবাদ জানালেন পাকিস্তানের হাইকমিশনার Oct 06, 2025
img
প্রধান উপদেষ্টার সঙ্গে আইসেস্কো মহাপরিচালকের বৈঠক Oct 06, 2025
img
সাবেক সংসদ সদস্য বিএম মোজাম্মেল কারাগারে Oct 06, 2025