সেনাপ্রধানের বক্তব্য বিকৃতি ও অপপ্রচারের বিরুদ্ধে সেনাবাহিনীর বিবৃতি

বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের একটি বক্তব্যকে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকৃতভাবে উপস্থাপন করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে—যা একটি উদ্দেশ্যমূলক অপপ্রচার।

আজ সোমবার (৬ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বিবৃতিতে বলা হয়, গত ৩০ সেপ্টেম্বর বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান কার্যক্রমে নিয়োজিত সেনাবাহিনীর কার্যকলাপ আরও উন্নত ও গতিশীল করার উপায় সন্ধানে আয়োজিত একটি গবেষণা প্রতিবেদন উপস্থাপনা (স্টাডি পিরিয়ড) অনুষ্ঠানে সেনা সদস্যদের দেশের প্রচলিত আইন অনুযায়ী মোতায়েন এবং এর বিভিন্ন চ্যালেঞ্জসমূহ উপস্থাপিত হয়।

ওই আলোচনায় In Aid to Civil Power এর জন্য প্রযোজ্য বাংলাদেশ দণ্ডবিধি (সিআরপিসি) ১২৭-১৩২ ধারা, বর্তমানে সেনাবাহিনীকে প্রদত্ত 'ম্যাজিস্ট্রেসি ক্ষমতা' আরোপের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ের বিভিন্ন দিক আলোকপাত করা হয়। আইনগত, প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রদানের মাধ্যমে মাঠে নিয়োজিত সেনাদল কর্তৃক প্রযোজ্য আইনের ধারা সঠিকভাবে অনুধাবন করে পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে অর্পিত দায়িত্ব সঠিক ও সুচারুরূপে পালনে সক্ষম করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানের এক পর্যায়ে In Aid to Civil Power এ মাঠে নিয়োজিত সেনা সদস্যদের সিআরপিসির, ১৩২ এ প্রদত্ত দায়মুক্তির বিষয়ে কথা উঠে এবং সেনাপ্রধান আলোচনার অংশ হিসেবে সিআরপিসি ১৩২ এ প্রদত্ত দায়মুক্তি এবং International Crimes (Tribunals) Act, 1973 (সংশোধিত ২০২৪) এর সাথে এর সাংঘর্ষিক অবস্থান সম্পর্কে আলোকপাত করেন। সিআরপিসির অধীনে সরকারি আদেশে মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকারী সেনাসদস্যরা প্রদত্ত আইনি বিধান অনুসারে বেআইনি জনসমাগম ছত্রভঙ্গ করেন। অতএব, দায়িত্বরত এই সেনাসদস্যদের আইনগত সুরক্ষা নিশ্চিতের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। সেনাবাহিনীর পক্ষ থেকে বিষয়টি ইতিমধ্যে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

আলোচনার কোনো পর্যায়েই সেনাপ্রধান গুম-খুন বা অন্যান্য মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কাউকে দায়মুক্তি দেবার বিষয়ে কোনো কিছু উল্লেখ করেন নাই। কিন্তু একটি চিহ্নিত কুচক্রী মহল বিশেষ করে বিদেশে অবস্থানরত কিছু ব্যক্তি অসৎ ও হীন উদ্দেশ্যে বরাবরের মতো এবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টাডি পিরিয়ডের বিষয়বস্তু ও সেনাপ্রধানের বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করে বিভ্রান্তিকর পোস্ট দিচ্ছেন। এর মাধ্যমে তারা দেশপ্রেমিক সেনাবাহিনীর সঙ্গে জনগণের মধ্যে দূরত্ব সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছেন।

বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা সংবিধান, রাষ্ট্রের আইন ও জনগণের প্রতি দায়বদ্ধ থেকে পেশাদারিত্ব ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে।
একটি অসাধু ও কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনী প্রধানের বক্তব্য বিকৃত করে যে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে, তা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন। এমতাবস্থায়, এ ধরনের বিভ্রান্তিকর ও অসত্য তথ্যের প্রতি সতর্ক থাকার জন্য জনসাধারণকে বিনীতভাবে অনুরোধ জানানো হয়েছে বিবৃতিতে।

আইকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
দক্ষিণের রিমেক সিনেমায় একসঙ্গে ঋতী ও ইয়শবর্ধন Oct 06, 2025
img
বিএনপি ৫০-১০০ আসনের বেশি যাবে না, এনসিপির ১৫০ আসনে জয়ী হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী Oct 06, 2025
img
জাহ্নবী কাপুর ও সানিয়া মালহোত্রার কমেডি দৃশ্য ভাইরাল Oct 06, 2025
img
‘রামায়ণ’-এর জন্য ২০ কোটি রুপি নিচ্ছেন সাই পল্লবী Oct 06, 2025
img
কাহো না কাহো-র আরবী সংস্করণে ভাইরাল মল্লিকা শেরাওয়াত Oct 06, 2025
img
অনেক হয়েছে, এবার সবাই মিলে একটা জায়গায় আসি : তারেক রহমান Oct 06, 2025
img
সামান্থা রুথ প্রাভুর প্রযোজনায় শুরু হচ্ছে ‘মা ইনতি বাঙ্গারাম’ Oct 06, 2025
img
প্রথম সাক্ষাতেই মুগ্ধ হয়েছিলাম আরিয়ানের আচরণে: সাহের Oct 06, 2025
বিসিবি নির্বাচন বর্জন করলেন দেবব্রত পাল Oct 06, 2025
সাদিক এগ্রোতে হঠাৎ বহুতল নির্মাণ, উঠছে নানা প্রশ্ন Oct 06, 2025
ত্রয়োদশ সংসদ নির্বাচনে সরকারি ভোটারদের প্রস্তুতি Oct 06, 2025
মরিয়া প্রমাণ করা লাগবে আমরা অসুস্থ? আদালতে দীপু মনির প্রশ্ন Oct 06, 2025
হত্যা মামলায় দীপু মনি রিমান্ডে, স্বাস্থ্যহীনতার অভিযোগ আদালতে Oct 06, 2025
img
আমি গসিপের দিকে কখনো মন দেই না: কাজল আগারওয়াল Oct 06, 2025
img
বলিউডে হরর সিনেমার নবজন্ম Oct 06, 2025
img
প্রাজক্তা কোলির মারাঠি চলচ্চিত্রে অভিষেক Oct 06, 2025
img
সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে শরণখোলায় বিএনপির মানববন্ধন Oct 06, 2025
img
দুপুরে এসে বিকেলে পুরোদমে অনুশীলনে হামজা চৌধুরি Oct 06, 2025
img
কিডনি দান করেও গোমেজের বিয়েতে দাওয়াত পাননি সেই বান্ধবী Oct 06, 2025
img
চট্টগ্রামে ভারত সীমান্তে বসছে বিজিবির ৩০টি বর্ডার পোস্ট Oct 06, 2025