জামায়াতে ইসলামীর বিষয়ে কূটনৈতিকদের আগ্রহ বাড়লেও বিদেশি কোনো শক্তির হাত ধরে ক্ষমতায় যেতে চাই না বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
সোমবার (৬ অক্টোবর) বিকেলে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
এর আগে ওই কার্যালয়ে তুরস্কের ফরেন অ্যাফেয়ার্সের ডেপুটি মিনিস্টারের নেতৃত্বে দেশটির রাষ্ট্রদূতসহ চার সদস্যের উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দল জামায়াত নেতাদের সঙ্গে বৈঠক করে।
জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বরাত দিয়ে মিয়া গোলাম পরওয়ার জানান, সব রাজনৈতিক দল সংস্কারের মতানৈক্য বিষয়ে ঐক্যমত হলে বাংলাদেশে ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে তুরস্কের উপ পররাষ্ট্রমন্ত্রীকে জানানো হয়েছে। এছাড়া রোহিঙ্গা সঙ্কট সমাধানে তুরস্কের অবস্থানকে স্বাগত জানিয়েছে তার দল।
গোলাম পরওয়ার জানান, তারা দুই দেশের ব্যবসা-বাণিজ্যে এক সঙ্গে এগিয়ে নেওয়ার কথা বলেছেন। বাংলাদেশের মেডিক্যাল, শিক্ষাখাত নিয়ে দুই দেশের মধ্য অনুকূল পরিবেশ আছে বলেও জানান জামায়াত সেক্রেটারি জেনারেল।
টিজে/টিকে