রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের অব্যবহৃত ও পুরাতন লোহা বিক্রয়ের ভুয়া মালিক সেজে প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের ঘটনায় মো. সেলিম শেখ (৪৫) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে সিআইডির ঢাকা মেট্রো পূর্ব বিভাগের একটি বিশেষ দল।
প্রযুক্তিগত সহায়তা ও তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে গত রোববার (৫ অক্টোবর) বেলা ৩টা ১৫ মিনিটের সময় খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন বালিয়াখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা যায়, প্রতারক চক্রটি পাওয়া এম এক্স লিমিটেড নামে একটি ভুয়া প্রতিষ্ঠানের নামে ভুক্তভোগীদের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের পুরাতন লোহা বিক্রির প্রলোভন দেখিয়ে মোট ১ কোটি ১০ লক্ষ টাকা হাতিয়ে নেয়। প্রতারণার অংশ হিসেবে তারা মিথ্যা ওয়ার্ক অর্ডার তৈরি করে, অফিস সাজিয়ে বিশ্বাসযোগ্য পরিবেশ তৈরি করে এবং সেখান থেকেই অর্থ আদায় করে।
এই ঘটনায় ঢাকার শ্যামপুর থানায় মামলা নম্বর ১১, তারিখ ০৮/০৩/২০২৪ খ্রিস্টাব্দ, ধারা ৪০৬/৪২০/৫০৬ দণ্ডবিধি অনুযায়ী মামলা দায়ের করা হয়। পরবর্তীতে মামলাটির তদন্তভার সিআইডির ওপর ন্যস্ত করা হয়।
এ মামলায় এর আগে পাঁচজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে গ্রেপ্তারকৃত হুমায়ুন কবীর ১৬৪ ধারায় আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সেলিম শেখের সক্রিয় সম্পৃক্ততার তথ্য উঠে আসে।
আসামি সেলিম শেখ দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তিনি বিভিন্ন ভুয়া নামে মোবাইল সিম ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করে। তবে সিআইডির নিরবচ্ছিন্ন গোয়েন্দা তৎপরতা ও প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
সেলিম শেখকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে সিআইডির অভিযান অব্যাহত রয়েছে।
এমকে/টিকে