কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে তিতাস থানা পুলিশ।
সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার বাতাকান্দি বাজারে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস থানার এসআই উত্তম। তিনি বলেন, সঙ্গীয় ফোর্স সঙ্গে নিয়ে দেলোয়ারের ব্যবসা প্রতিষ্ঠান বাতাকান্দি বাজার থেকে তাকে গ্রেপ্তার করি। তিতাস থানায় দায়ের করা বৈষম্যবিরোধী ছাত্র জনতার ওপর বিস্ফোরক মামলায় দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
অপরদিকে তিতাস উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মজিবুল হক শিপলুকে (১ অক্টোবর) ঢাকার যাত্রাবাড়ী ধোলাইখাল এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করে। যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় কারাগারে প্রেরণ করছেন বলে মজিবুল হক শিপলুর স্বজনরা জানিয়েছেন।