বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কের ডেপুটি ফরেন মিনিস্টার (পররাষ্ট্রসচিব) এ বরিস একিঞ্চি। গতকাল সোমবার দুপুরে ঢাকায় জামায়াত আমিরের বাসভবনে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন ছাড়াও দুজন উচ্চপদস্থ কূটনীতিক।
বৈঠকে বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক, চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, আগাম নির্বাচনের প্রস্তুতি ও সংস্কারপ্রক্রিয়া, দ্বিপক্ষীয় বাণিজ্য ও কূটনৈতিক সহযোগিতা, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, নির্মাণ ও দক্ষ জনশক্তি উন্নয়নসহ বিভিন্ন খাতে যৌথ উদ্যোগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষই ভবিষ্যতে এসব খাতে সহযোগিতা জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানান, বৈঠকে তুরস্কের প্রতিনিধিদল জামায়াত আমিরের স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজখবর নিয়েছেন। একই সঙ্গে ফিলিস্তিন ইস্যুতে প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের নেতৃত্বে তুরস্কের ভূমিকার প্রশংসা করে জামায়াত আমির তাকে অভিনন্দন জানান।
জামায়াত আমিরের সঙ্গে কসোভো রাষ্ট্রদূতের বৈঠক : এর আগে গতকাল সকালে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের কার্যালয়ে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা। এ সময় একটি প্রাতরাশ বৈঠক অনুষ্ঠিত হয়, যা দলটির পক্ষ থেকে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে বলে জানানো হয়।
আধিপত্যবাদ মানে এখন শুধু ভূখণ্ড নয়—গোলাম পরওয়ার : আধিপত্যবাদ এখন আর শুধু ভৌগোলিক সীমা দখলের মধ্যে সীমাবদ্ধ নেই—এটি রাজনৈতিক, অর্থনৈতিক, বাজার ও পররাষ্ট্রনীতি নিয়ন্ত্রণের নতুন রূপ নিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
গতকাল সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত ‘রুখে দাঁড়াও ভারতীয় আধিপত্যবাদ : শহীদ আবরার ফাহাদ দিবস’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একই সঙ্গে ভারতের সঙ্গে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলার কথাও বলেন তিনি।
জামায়াত নেতাদের সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সাক্ষাৎ : বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।
গতকাল বিকেলে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন, ব্যবসা-বাণিজ্য, গার্মেন্টস, ওষুধ শিল্প, কৃষি, শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
ইএ/টিকে