শেরপুরে নালিতাবাড়ী উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি রাজীবুল ইসলাম রাজীবকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর ১টার দিকে নালিতাবাড়ী দক্ষিণ বাজার এলাকায় তার নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, সাবেক ছাত্রলীগ নেতা রাজীবুল ইসলাম রাজীবকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জানান, রাজীবের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।
ইউটি/টিকে