ইনুজরিতে আক্রান্ত লামিনে ইয়ামালকে ছাড়াই ক্যাম্প শুরু করেছে স্পেন। ব্যথানাশক ঔষধ দিয়ে তরুণ এই উঙ্গারকে সবশেষ উইন্ডোতে খেলানোর যে অভিযোগ তুলেছিলো বার্সেলোনা, তা নাকচ করে দিয়েছেন কোচ লুই দেলা ফুয়েন্তে। বরং ইয়ামালের ইনজুরির জন্য বার্সেলোনাকে দুষছে লা রোজা।
বিশ্বকাপ বাছাইয়ে জর্জিয়া ও বুলগেরিয়া ম্যাচের আগে স্পেন দলে নেই স্বস্তি। পেশির চোটে ছিটকে গেছেন উইঙ্গার লামিনে ইয়ামাল। তাকে ছাড়াই ক্যাম্পে যোগ দিয়েছেন ফটুবলাররা। সবশেষ সেপ্টেম্বর উইন্ডোতে ইয়ামালকে ব্যথানাশক ঔষধ দিয়ে খেলতে বাধ্য করেছিলেন কোচ লউ দে লা ফুয়েন্তে। এমন অভিযোগ করেছে বার্সেলোনা। তার ফল ভোগ করতে হয় কাতালানদের।
লা লিগায় চার ম্যাচে মাঠে নামতে পারেননি ইয়ামাল। সবশেষ সোসিয়েদাদ ও পিএসজি ম্যাচে ফিরলেও নতুন করে ইনুজরিতে পড়েছেন এই তরুণ ফুটবলার। তবে, এ অভিযোগ উড়িয়ে দিয়েছেন ফুয়েন্তে। উল্টো কম বয়সে অতিরিক্ত খেলার চাপ কাতালানরা দিচ্ছে বলে পাল্টা অভিযোগ করেছেন স্পেনের কোচ। কঠিন সময়ে দলে ফিরে ফের ইনুজরিতে পড়ে ছিটকে গেছেন রদ্রিও। বিশ্বকাপ বাছাইয়ে এবার ‘ই’ গ্রুপে প্রথম দুই ম্যাচে গত মাসে বুলগেরিয়া ও তুরস্ককে হারিয়ে শীর্ষে আছে স্পেন। জর্জিয়া ও বুলগেরিয়া ম্যাচে জিতলেই নিশ্চিত হয়ে যাবে তাদের বিশ্বকাপের টিকিট।
এসএস/টিকে