ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিচ্ছেদের ৩ বছর পর আরেক সবিতা ধুলিপালাকে বিয়ে করেছেন দক্ষিণি তারকা নাগা চৈতন্য। ২০২২ সালে ইনস্টাগ্রামের এক মন্তব্য থেকে প্রেম, সেই প্রেমকে ২০২৪ এরি ডিসেম্বরে পরিণয়ে রুপ দিয়েছিলেন তারা। এখন এই অভিনেত্রীকে ছাড়া বাঁচবেন না বলে মন্তব্য করেছেন নাগা।
সম্প্রতি অভিনেতা জগপতি বাবুর টক শো ‘জয়াম্মু নিশ্চয়াম্মুরা’-তে হাজির হয়ে স্ত্রী সবিতা ধুলিপালাকে নিয়ে খোলামেলা কথা বলেছেন নাগা। সেখানে উঠে এসেছে তাদের প্রেমের গল্প এবং ব্যক্তিজীবনের নানা অজানা দিক নিয়ে।
চৈতন্য জানান, তাদের প্রেমের সূচনা হয়েছিল ইনস্টাগ্রামে। তিনি বলেন, ‘আমি ভাবতেও পারিনি আমার সঙ্গীকে একদিন ইনস্টাগ্রামে খুঁজে পাব। আমি ওর কাজের সঙ্গে পরিচিত ছিলাম।
একদিন আমি আমার ক্লাউড কিচেন নিয়ে একটি পোস্ট করেছিলাম। সবিতা সেটিতে একটা ইমোজি দিয়ে মন্তব্য করে। সেখান থেকেই কথোপকথন শুরু হয়, এরপর দেখা।’
এর পর থেকেই ঘনিষ্ঠতা বাড়তে থাকে দুজনের। দীর্ঘ দুই বছরের সম্পর্কে থাকার পর ২০২৪ সালে তারা বিয়ে করেন।
চৈতন্যের সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘থান্ডেল’ তাকে এনে দিয়েছে ক্যারিয়ারের প্রথম ১০০ কোটির সাফল্য। তবে স্ত্রী সবিতা ছবিটি নিয়ে কিছুটা অভিমানী ছিলেন। কারণ, ছবির এক গানে ব্যবহৃত হয় ‘বুজ্জি ঠাল্লি’ নামটি-যা আসলে সবিতার ডাকনাম।
চৈতন্য বলেন, ‘ও ভাবল আমি পরিচালক চান্দু মন্ডেটিকে বলেছি নামটা গানটিতে ব্যবহার করতে। কিন্তু আমি কেন তা করব? ও এতটাই রেগে গিয়েছিল যে কয়েক দিন আমার সঙ্গে কথা বলেনি।’ তিনি আরও বলেন, ‘আমি মনে করি, কোনো সম্পর্ক বাস্তবসম্মত হয় না যদি তাতে ঝগড়া না থাকে।’
অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে যখন জগপতি বাবু তাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোন জিনিস ছাড়া বাঁচতে পারবেন না?’-চৈতন্যের উত্তর ছিল নির্দ্বিধায়, ‘সবিতা, আমার স্ত্রী। আমি কারও জীবনের সঙ্গে নিজের জীবন বদলাতে চাই না। আমি এখন যেমন আছি, তাতেই সুখী।’
‘থ্যাঙ্ক ইউ’, ‘লাল সিং চাড্ডা’ ও ‘কাস্টডি’-এর পর ধারাবাহিক ব্যর্থতার মুখোমুখি হয়েছিলেন নাগা চৈতন্য। তবে ‘থান্ডেল’ তাকে নতুন করে আলোচনায় এনেছে। সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত এই সিনেমায় তিনি এক মৎস্যজীবীর চরিত্রে অভিনয় করেছেন, যিনি দুর্ঘটনাবশত পাকিস্তানের জলসীমায় প্রবেশ করেন।
বর্তমানে তিনি পরিচালক কার্তিক দান্ডু-র একটি পৌরাণিক থ্রিলার ছবির কাজে যুক্ত আছেন।
সবিতা ধুলিপালা ও নাগা চৈতন্য ২০২২ সালে প্রেম শুরু করেন এবং ২০২৪ সালের ডিসেম্বর মাসে হায়দ্রাবাদের অন্নপূর্ণা স্টুডিওতে নতুন জীবন শুরু করেন। এর আগে সামান্থা রুথ প্রভুকে বিয়ে করেছিলেন চৈতন্য। তবে সেই সংসার ভেঙে যায় ২০২১ সালে।
টিজে/টিকে