নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও হাতিয়া নিয়ে পৃথক নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে মালদ্বীপে কর্মরত বৃহত্তর নোয়াখালী জেলার প্রবাসীরা মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনে স্মারকলিপি দিয়েছেন। সোমবার (৬ অক্টোবর) বিকেলে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের কাছে এই স্মারকলিপি পৌঁছে দেওয়া হয়।
স্মারকলিপি প্রদান করেন মালদ্বীপে বসবাসরত বৃহত্তর নোয়াখালীর প্রবাসীদের পক্ষে সেলিম মিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন, শমিম রাজ, মো. সোহান, জাহাঙ্গীর আলম, আহাম্মদ আলী, বেলাল হোসেন ও নুর ইসলামসহ অনেকে।
প্রবাসীরা জানান, নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবি রাজনৈতিক নয়, এটি জনগণের মৌলিক অধিকার ও প্রশাসনিক সুবিধা পাওয়ার প্রশ্ন।’ তারা বলেন, ‘দীর্ঘদিনের অবহেলিত এ অঞ্চলের উন্নয়ন তরান্বিত করতে দ্রুত নোয়াখালী বিভাগ গঠনের কোনো বিকল্প নেই।
তারা আরও দাবি করেন, ২০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী জেলা নোয়াখালী দেশের অর্থনীতির প্রায় ৩৫ শতাংশ নিয়ন্ত্রণ করে। এখানকার সাত লাখের বেশি প্রবাসী রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে গতিশীল রাখছেন। ফলে রাজধানী ঢাকা থেকে ১৬০ কিলোমিটার দূরে অবস্থিত, স্বনির্ভর এই জেলাকেই বিভাগ করার দাবি জানান তারা।
বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর (শ্রম) মো. সোহেল পারভেজ বলেন, প্রবাসীদের স্মারকলিপি গ্রহণ করা হয়েছে। বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠাব।
এমকে/টিকে