শবনম ফারিয়া এই মুহূর্তে শ্রীলঙ্কায় বেড়াতে গিয়েছেন। কিছুদিন আগেই পরিণয়ে সূত্রে আবদ্ধ হয়েছেন ফারিয়া। একটি বেসরকারি ব্যাংক কর্মকর্তা তানজিম তৈয়বের সঙ্গে ঘরোয়াভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও চলতি বছরের শেষে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবেন বলে জানিয়েছেন অভিনেত্রী।
অভিনেত্রীর বিয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের একটাই প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে, মধুচন্দ্রিমায় কোথায় যাচ্ছেন তাদের প্রিয় তারকা? সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে এ নিয়ে জানতে চেয়েছেন।
শবনম ফারিয়া জানিয়েছেন, হানিমুনে (মধুচন্দ্রিমা) মালদ্বীপ যাচ্ছেন তারা। ধারণা করা হচ্ছে মালদ্বীপ যাত্রার আগ মুহূর্তে শ্রীলঙ্কায় সময় কাটাচ্ছেন শবনম ফারিয়া। সেখান থেকেই একটি ছবি পোস্ট দিয়েছেন আলোচিত অভিনেত্রী। এই এই ছবিতেই অনেক নেতিবাচক মন্তব্য দেখা যাচ্ছে।
নেটিজেনরা অনেকেই শবনম ফারিয়াকে এই লুকে দেখে কটাক্ষ করছেন। অবশ্য কেউ কেউ শবনম ফারিয়াকে বাহবাও জানাচ্ছেন।
তবে এ বিষয়ে কোনো রকম প্রতিক্রিয়া দেখাননি অভিনেত্রী।
গত ১৯ সেপ্টেম্বর রাজধানীর মাদানী এভিনিউয়ের মসজিদ আল মুস্তাফায় নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেন শবনম ফারিয়া। তার বর তানজিম তৈয়ব রাজশাহীর ছেলে। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে স্নাতকোত্তর করে দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন।