নোয়াখালীকে স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে সরব হচ্ছেন এই জেলার বাসিন্দারা। কিছুদিন ধরে বিভিন্ন উপজেলায় বিক্ষোভ সমাবেশ আর সড়ক ব্লকেড কর্মসূচি চলছে। এবার নোয়াখালীকে বিভাগ হিসেবে ঘোষণার দাবি তুলেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। কারণ তার বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার কালিকাপুর গ্রামে।
বুধবার (৮ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে এই দাবি জানান ‘কাবিলা’ খ্যাত পলাশ। পোস্টে তিনি লিখেন, ‘নোয়াখালী বিভাগ চাই, লাউড অ্যান্ড ক্লিয়ার।’
মুহূর্তের মধ্যে তার পোস্টটি ভাইরাল হয়ে যায়। এখন পর্যন্ত দেড় হাজারের বেশি মানুষ পলাশের দেয়া পোস্ট শেয়ার করেছেন। আর কমেন্ট করেছেন সাড়ে ১১ হাজার। পোস্টে লাইক পড়েছে ৭০ হাজার।
বিনোদন অঙ্গনে ১৩ বছর ধরে কাজ করছেন জিয়াউল হক পলাশ। সহকারী হিসেবে শুরু করেছিলেন। এরপর অভিনয় এবং পরিচালনা, দুই মাধ্যমে সমানতালে কাজ করছেন। একক ও ধারাবাহিক মিলিয়ে ৮০টির মতো নাটকে অভিনয় করেছেন, ওটিটিতেও নিজেকে প্রমাণ করেছেন।
শহুরে মেসজীবনের নানা টানাপোড়েন, হাসি-কান্না, প্রেম, বন্ধুত্ব ও খুনসুটি নিয়ে ২০১৮ সালে প্রচারিত হয় ‘ব্যাচেলর পয়েন্ট’-এর প্রথম সিজন। ধারাবাহিকটির এখন পঞ্চম সিজন চলছে। এই ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা পান পলাশ, সবাই তাকে কাবিলা নামে এখন চেনে বেশি।
টিজে/টিকে