পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন ও ওয়েব সিরিজ অভিনেতা আহাদ রাজা মীর এবার পা রাখতে যাচ্ছেন বাংলাদেশে। সম্প্রতি নিজের ইন্সটাগ্রাম একাউন্টে একটি স্টোরি শেয়ার করেছেন এই অভিনেতা। আর তা নিয়েই দেশীয় ভক্তদের মধ্যে ইতিমধ্যেই তৈরি হয়েছে তুমুল উচ্ছ্বাস।
আহাদ রাজা মীর ‘হাম তুম’, ‘এহদ-ই-ওয়াফা’, ‘মীম সে মহব্বত’ এবং ‘রেসিডেন্ট ইভিল’-এর মতো জনপ্রিয় ড্রামা ও ওয়েব সিরিজে অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
বাংলাদেশে তার আগমন ঘিরে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে চলছে আলোচনা। ভক্তরা এখন একটাই প্রশ্ন করছেন, “কবে, কোথায় দেখা মিলবে আহাদ রাজা মীরের?”
এমআর/টিএ