পাঁচ মাস পর আবার ডাগআউটে ফিরছেন সের্জিও কন্সেইসাও। সৌদি আরবের ক্লাব আল-ইত্তিহাদের কোচের দায়িত্ব নিয়েছেন সাবেক পর্তুগিজ উইঙ্গার।
৫০ বছর বয়সী কন্সেইসাওকে ২০২৮ সাল পর্যন্ত চুক্তিতে নিয়োগ দেওয়ার কথা বুধবার সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে জানিয়েছে সৌদি প্রো লিগ চ্যাম্পিয়নরা। সেখানে কন্সেইসাও বলেছেন, “আল-ইত্তিহাদের হয়ে ইতিহাস গড়তে এসেছি আমি।”
ফরাসি কোচ লরা ব্লাঁর স্থলাভিষিক্ত হলেন কন্সেইসাও। সেপ্টেম্বরের শেষ দিকে আল নাস্রের বিপক্ষে ২-০ গোলে হেরে লিগ টেবিলে তিন নম্বরে নেমে যাওয়ার পরদিন ব্লাঁকে বরখাস্ত করে শিরোপাধারীরা।
সেরি আয় হতাশাজনক মৌসুম কাটানোর পর ২৯ মে কন্সেইসাওকে বরখাস্ত করে এসি মিলান। আট নম্বরে থেকে লিগ শেষ করে ২০১৯ সালের পর প্রথমবার ইউরোপিয়ান প্রতিযোগিতায় জায়গা করে নিতে ব্যর্থ হয় সাতবারের ইউরোপ চ্যাম্পিয়নরা।
মিলানের কোচ হিসেবে কন্সেইসাওয়ের শুরুটা অবশ্য দারুণ ছিল। গত ডিসেম্বরে দায়িত্ব নেওয়ার সপ্তাহখানেক পরই দলটিকে ইতালিয়ান সুপার কাপ জেতান তিনি। ফাইনালে দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনে এসি মিলান ৩-২ গোলে হারায় নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানকে।
এমআর