ইলিশ প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় পিরোজপুরের কাউখালীতে অভিযানে চালিয়ে এক লাখ টাকা মূল্যের প্রায় আট হাজার মিটারের চারটি অবৈধ কারেন্ট জালসহ ২০টি জাল জব্দ করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার মৎস্য বিভাগ ও নৌ-পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে এসব জাল জব্দ করে। পরে জব্দ জাল ইউএনও স্বজল মোল্লার নির্দেশে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমানের নেতৃত্বে সন্ধ্যা ও কঁচা নদী ও খাল থেকে চারটি অবৈধ কারেন্ট জাল, পাঁচটি চায়না দুয়ারি জাল, ১০টি চরগড়া জাল ও একটি সুতার জালসহ মোট ২০টি জাল জব্দ করা হয়। এসব জালের বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা।
মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, ‘ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ৪ অক্টোবর থেকে শুরু করে ২২ দিন সরকারিভাবে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ সময় মা ইলিশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।’
এমকে/টিকে