ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত ‘শান্তি পরিকল্পনা’র প্রথম ধাপ বাস্তবায়নে সম্মতি দিয়েছে হামাস ও ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্টসহ মধ্যস্থতাকারীরা নিশ্চিত করেছেন এ তথ্য। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে বার্তাসংস্থা রয়টার্স।
ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প জানান, গাজায় স্থায়ী শান্তির পথে কাজ করবে চুক্তির প্রথম ধাপ। সব পক্ষই পাবে ন্যায্যতা। এতে কাতার, মিশর ও তুরস্কের মধ্যস্থতাকারীদের ধন্যবাদ জানান ট্রাম্প। চুক্তি স্বাক্ষর উপলক্ষ্যে শনি কিংবা রোববার মিশর যেতে পারেন বলেও জানান তিনি।
এতে আরও বলা হয়, হামাস-ইসরায়েল চুক্তির শর্ত অনুযায়ী মুক্তি পাবে সব ইসরায়েলি জিম্মি। বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে ছাড়া পাবে নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দি।
অপরদিকে, গাজার নির্দিষ্ট লাইন থেকে সেনা প্রত্যাহার করে নেবে তেলআবিব। সেইসাথে, ত্রাণ প্রবেশ করবে উপত্যকায়।
তবে ইসরায়েল যাতে চুক্তির শর্ত মেনে চলে ট্রাম্পের কাছে সেই নিশ্চয়তা চায় হামাস। এক্স হ্যান্ডলে দেয়া বার্তায় ইসরায়েলের জন্য ‘একটি বড় দিন’ আখ্যা দেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
এসএন