ইনিংস ৭, রান ১৪৭, সেঞ্চুরি ০, হাফসেঞ্চুরি ১। টেস্ট ক্রিকেটে অভিষেক হওয়ার পর থেকে সাই সুদর্শনের ফর্ম বোধহয় রাহুগ্রস্ত বললেও কম বলা হয়। চেতেশ্বর পুজারা যে পজিশনে খেলতেন এর আগে, ব্যাটিং অর্ডারের সেই অভিজাত তিন নম্বর ছেড়ে দেওয়া হয়েছে সাইকে। কিন্তু ইংল্যান্ড সফরে তো বটেই। দেশের মাঠে দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও রান পাচ্ছেন না তিনি। দেখতে গেলে, ওয়েস্ট ইন্ডিজ টেস্টে ভারতের কোনও প্রতিপক্ষই নয়। চলতি যে টেস্ট সিরিজটা হচ্ছে, সেখানে ভারতের প্রতিপক্ষ একটাই – ভারতের দুর্বলতা! হয়তো সেই কারণেই অনুশীলনে সাই সুদর্শনের সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে টিম ইন্ডিয়ার অধিনায়ক শুভমান গিলকে। মোদ্দা কথা, অনুশীলনে সাইকে ব্যাটিং পাঠ শেখালেন ক্যাপ্টেন গিল।
আইপিএলে সাইয়ের টেম্পারামেন্ট, ব্যাটিং প্রশংসা পেয়েছিল। কিন্তু আইপিএল আর লাল বলের ক্রিকেট যে এক বস্তু নয়, খুব সম্ভবত বাঁ-হাতি ব্যাটার নিজেও বুঝতে পারছেন।
ক্রিকেটলিখিয়েরা প্রশ্ন তুলছেন, দেশে যখন এত তরুণ একটা সুযোগের অপেক্ষায় বসে রয়েছে, তখন খামোখা অফ ফর্মের অমানিশায় ডুবে যাওয়া সাইকে টেনে যাওয়া হচ্ছে কেন? আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট। নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। তার আগে ভারতের সহকারী কোচ রায়ান টেন দুশখাতেকেও সাই নিয়ে অস্বস্তজনক প্রশ্নবাণের সামনে পড়তে হল।
‘‘আমি নিশ্চিত যে, সাইও জানে চাপ বাড়ছে। অনেক ক্রিকেটারই সুযোগের অপেক্ষায় বসে রয়েছে। কিন্তু আমাদের সমর্থন ও পাচ্ছে। ক্যাপ্টেনের। কোচিং স্টাফের। আমরা নিশ্চিত যে, ওর কোনওভাবে মনে হচ্ছে না ওর পাশে কেউ নেই,’’ সাংবাদিক সম্মেলনে বলছিলেন দুশখাতে। অন্যদিকে, অনুশীলনে সাই সুদর্শনকে ব্যাটিং টিপস দিতে দেখা গিয়েছে ভারতীয় অধিনায়ককে। এমনকী নিজে থ্রো-ডাউনও করেন। ব্যাটিং স্টান্টও পর্যন্ত বুঝিয়ে দেন। এখান থেকেই বোঝা যাচ্ছে, তাঁর প্রতি এখনও আস্থা অটুট ভারতীয় দলের।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে না পারলেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে টিমে ফিরে আসবেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। সেক্ষেত্রে তখন কি ধ্রুব জুরেলকে যদি তাঁর টেকনিকের কথা ভেবে শুধু ব্যাটার হিসেবে খেলানো হয়, চাপ তো বাড়বে সুদর্শনের উপর। ‘‘সে তো বাড়বে। আমরা সম্প্রতি দেখেওছি, কতটা ভালো ফর্মে রয়েছে ধ্রুব। আমার ধারণা সাইও জানে, কতটা প্রতিদ্বন্দ্বিতার মুখে ও রয়েছে। ভারতের হয়ে খেললে, প্রতিদ্বন্দ্বিতার চাপ নিয়েই এগোতে হবে আপনাকে,’’ বক্তব্য দুশখাতের। তাছাড়া দ্বিতীয় টেস্টে যে দল অপরিবর্তিত থাকতে চলেছে, সেই আভাসও দেন টিম ইন্ডিয়ার সহকারী কোচ।
পিএ/এসএন