বলিউডে সময়ের চাকা ঘুরিয়ে দিয়েছেন ববি ববি দেওল। একসময় প্রায় বিস্মৃত এক নায়ক আজ আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে। দীর্ঘ বিরতির পর তাঁর প্রত্যাবর্তন যেন এক রূপকথার গল্প, সংগ্রাম, স্থিরতা আর নতুনভাবে নিজেকে চিনিয়ে দেওয়ার এক অনন্য অধ্যায়।
দশকের পর দশক বড় পর্দা থেকে হারিয়ে যাওয়া ববি দেওলের জীবনে মোড় আসে সালমান খানের সঙ্গে ‘রেস থ্রি’ সিনেমা দিয়ে। এই ছবিই তাকে আবার ফিরিয়ে আনে বাণিজ্যিক বলিউডে, খুলে দেয় বড় বাজেটের ছবির দরজা। কিন্তু আসল জাদু ঘটে ওয়েব দুনিয়ায়, ‘আশ্রম’ সিরিজের নির্মম ও জটিল চরিত্রে অভিনয় করে ববি দেওল যেন নিজের অভিনয়জীবনকে নতুন করে আবিষ্কার করেন। দর্শক তাঁকে আবার গ্রহণ করে এক অন্য রূপে।
এরপর আসে ‘অ্যানিম্যাল’। সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরিচালনায় ববির রূপান্তর ছিল যেন ঝড়ের মতো। ভয়ানক খলনায়ক, রহস্যময় দৃষ্টি, ভাইরাল ব্যাকগ্রাউন্ড মিউজিক আর নাচের দৃশ্য, সব মিলিয়ে তিনি হয়ে ওঠেন এক সাংস্কৃতিক আলোড়নের নাম।
সর্বশেষ আরিয়ান খানের প্রযোজনায় ‘দ্য ব্যাডস অব বলিউড’ প্রজেক্টে যুক্ত হয়ে ববি দিওল নিজের অবস্থান আরও পোক্ত করেছেন। একসময় যাঁকে বলিউডে ভুলে যাওয়া হয়েছিল, তিনিই এখন নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণা। তাঁর যাত্রা প্রমাণ করেছে, সঠিক চরিত্র, অধ্যবসায় আর পুনর্গঠনের সাহস থাকলে তারকা হয়ে ওঠা শুধু ভাগ্যের খেলা নয়, তা এক শিল্পও হতে পারে।
ইএ/এসএন