ডেটার মালিকানা জনগণের : ফয়েজ আহমদ তৈয়্যব

‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ এবং ‘জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এই অধ্যাদেশের ফলে ডেটার (উপাত্ত) মালিকানা জনগণের কাছে থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সংশোধনীর অনুমোদন দেওয়া হয়। এদিন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

তিনি বলেন, ব্যক্তি তথ্য উপাত্ত সুরক্ষা অধ্যাদেশের মাধ্যমে ডেটা লোকালাইজেশন আমরা উঠিয়ে দিয়েছি। অর্থাৎ যেহেতু বিশ্ব ক্লাউডে যাচ্ছে, সারা বিশ্বের একটা কমন উদ্দেশ্য হচ্ছে “ক্লাউড ফার্স্ট”। মাইক্রোসফট, অ্যাপলের মতো প্রতিষ্ঠান ক্লাউডেই সবকিছু প্রসেস করে। সেজন্য আমরা যদি ডেটা লোকালাইজ করি, পটেনশিয়ালি আমাদের বিজনেস ব্লক করে দিচ্ছি। সেজন্য আমরা যৌক্তিক কারণে সেখান থেকে সরে এসেছি।

তিনি আরও বলেন, ‘কিন্তু আমাদের ডেটা সুরক্ষা কিংবা সার্বভৌমত্বের কী হবে! এটাকে উদ্দেশ্য করার জন্য আমরা ডেটাকে শ্রেণীকরণ করেছি। শ্রেণীকরণ করে আমরা চার ভাগ করেছি, যেমন- সরকারি উন্মুক্ত ডেটা, বেসরকারি উন্মুক্ত ডেটা, কনফিডেনসিয়াল ডেটা এবং রেস্ট্রিক্টেড ডেটা। আমরা যেটা করেছি উন্মুক্ত দুটি বাদ দিয়ে কনফিডেনসিয়াল ও রেস্ট্রিক্টেড ডেটার ক্ষেত্রে প্ল্যাটফর্মগুলোকে যেকোনো সফটওয়্যার, হার্ডওয়্যার কোম্পানিকে বা যেকোনো ডেটা প্রক্রিয়াজাতকারীকে বাংলাদেশের আদালতের আইনি এখতিয়ারের মধ্যে থাকতে হবে। অর্থাৎ আদালত মেটা বা ফেসবুককে কোনো নির্দেশনা দিলে এখন থেকে তার এটা মানার আইনি বাধ্যবাধকতা আইনের মাধ্যমে রচনা করা হয়েছে।’

শুধু মিডিয়া না, একটা কোম্পানি বাংলাদেশে লাইসেন্স বিক্রি করে জানিয়ে তিনি বলেন, ‘সে যদি কোনো অপরাধ করে থাকে এবং আদালত যদি তাকে কোনো নির্দেশনা দিয়ে থাকে, তাহলে সে আদালতের নির্দেশনা মানতে বাধ্য। আদালত চাইলে নির্দেশনা অমান্য করলে তাকে শাস্তি দিতে পারবে। তাদের যদি বাংলাদেশে অফিস না থাকে, তাহলে লিয়াজোঁ অফিস কিংবা অন্য কোনো মেকানিজমের মাধ্যমে বাংলাদেশের আদালতের বাধ্যবাধকতা পূরণ করতে হবে।’

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘আমরা এমন একটা শাসনব্যবস্থায় বাস করেছি, যেখানে মনে করা হতো ডেটার (উপাত্ত) মালিকানা সরকারের কিংবা ডেটার মালিকানা যে মন্ত্রণালয়, বিভাগ বা সংস্থা কালেক্ট করে তাদের।

আমরা এই দর্শনকে এই আইনের মাধ্যমে পরিবর্তন করেছি। আমরা নতুন আইনের মাধ্যমে বলার চেষ্টা করেছি যে ডেটার মালিকানা জনগণের। অর্থাৎ ব্যক্তিমালিকানার যে ডেটা সেটার স্বত্ত্বাধিকারী হবে ব্যক্তি। ব্যক্তির সম্মতি সাপেক্ষে ব্যক্তির পক্ষে ডেটা সংগ্রহ, সংরক্ষণ, বিনিময় কিংবা প্রক্রিয়াজাত করতে পারবে। অর্থাৎ এই চারটি কাজে ব্যক্তির সম্মতি বাধ্যতামূলক থাকবে। পাশাপাশি এক প্রতিষ্ঠান আরেক প্রতিষ্ঠানকে কীভাবে ডেটা দেবে এবং প্রতিষ্ঠান ওই ডেটা দেশের ভেতরে এবং বাইরে কীভাবে ব্যবহার করবে, সেই বিষয়ে একটা সুস্পষ্ট নির্দেশনা এই আইনের মাধ্যমে চলে এসেছে।’

কেএন/টিকে


Share this news on:

সর্বশেষ

img
হু হু করে বাড়ছে সোনার দাম, এবার নতুন রেকর্ড Oct 09, 2025
img
এবার ভারতকে ক্ষেপণাস্ত্র দেবে যুক্তরাজ্য Oct 09, 2025
img
এই বিরতি বয়ে আনুক শান্তির সুবাতাস : মিজানুর রহমান আজহারি Oct 09, 2025
img
৪৯তম বিসিএস: প্রবেশপত্র নিয়ে পিএসসির জরুরি নির্দেশনা Oct 09, 2025
img
আগামী ২৪ ঘণ্টার মধ্যে সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস Oct 09, 2025
img
ঘুসিতে বিমানের মনিটর ভাঙার ঘটনায় তৎক্ষণাৎ ব্যবস্থা নিল কর্তৃপক্ষ Oct 09, 2025
img
লিবিয়ার মোট অভিবাসীর ২ শতাংশ বাংলাদেশি Oct 09, 2025
img

আনোয়ারায় সরওয়ার জামাল

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাংলাদেশের ভবিষ্যতের রূপরেখা Oct 09, 2025
img
প্রকৌশলীদের পেশাগত দাবি পূরণের জন্য সময় পেলো সুপারিশ কমিটি Oct 09, 2025
img
হাসপাতালে সেবা নিতে গিয়ে নিজের পরিচয় দিতে বাধ্য হন সাইফ Oct 09, 2025
img
আলোচনা ইতিবাচক, আশা করি শাপলা পাবো: নাসীরুদ্দীন Oct 09, 2025
img
‘দেশে ফেরার জন্য হাসিনা যদি পাগলামো করেন আর মোদিরা ইন্ধন দেন তখন কী হবে?’ Oct 09, 2025
img
কয়েকটি দল আগের অবস্থান থেকে ইউটার্ন নিয়েছে : রাশেদ খান Oct 09, 2025
img
অভিষেক-নাহিদুলের ঝড়ে চট্টগ্রামকে হারিয়ে এনসিএলের ফাইনালে খুলনা Oct 09, 2025
img
আ. লীগ জিয়া পরিবারকে ধ্বংস করতে চেয়েছিল : শামীম তালুকদার Oct 09, 2025
img
দেশে নাচ-গানে বাধা দেওয়া ফ্যাসিজম : জাহেদ উর রহমান Oct 09, 2025
img
২০২৯ সাল পর্যন্ত বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য Oct 09, 2025
img
তামাক চাষ বৃদ্ধিতে সরকারি সংস্থার ভূমিকা প্রশ্নের মুখে Oct 09, 2025
img

২০২৫-২৬ অর্থবছর

জুলাই-সেপ্টেম্বরে আরএমজি রপ্তানি বেড়েছে ৪.৭৯ শতাংশ Oct 09, 2025
img
‘সাবেরের সঙ্গে আ. লীগ পুনর্বাসনের আলাপে রাষ্ট্রদূতরা?’ Oct 09, 2025