টাঙ্গাইলে খালি গ্যাস সিলিন্ডারে এলপিজি সরবরাহ ও বিভিন্ন কোম্পানির সিল ব্যবহার এবং নকল কসমেটিকস ও মূল্য তালিকা না থাকায় পৃথক অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (০৯ অক্টোবর) সকালে শহরের সাত্তার শপিং মল এবং এর আগে বুধবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে মেসার্স তাহের অ্যান্ড কোং ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করেন সংস্থাটির টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
অভিযান সূত্রে জানা যায়, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্যবিরোধী অভিযান পরিচালনা করে শহরের ছাত্তার সুপার শপ অ্যান্ড ফার্মাকে এক লাখ টাকা ও বুধবার রাতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে অভিযান পরিচালনা করে তাহের ফিলিং স্টেশনকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল জানান, তারা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ যেন প্রতারিত না হন, তাই শপিংমলের মালিকদের সচেতন থাকতে অনুরোধ জানানো হচ্ছে। জনসচেতনতা বাড়ানোর জন্য পরে উপজেলার বাজারগুলোতেও একই ধরনের অভিযান চালানো হবে।
ভবিষ্যতে আবারো এ ধরনের অপরাধে জড়িত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
এমকে/এসএন