জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য (সংরক্ষিত) অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী বলেছেন, আমাদের জীবনের বড় একটি সময় কেটেছে আদালতে হাজিরা দিতে দিতে। তারপরও আমরা ন্যায়, গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ের সংগ্রাম থেকে একচুলও পিছিয়ে যাইনি। বিএনপি একটি আদর্শিক দল, এই দলকে ধ্বংস করা যায় না। কারণ এর শিকড় দেশের মানুষের হৃদয়ের গভীরে। তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সফল হতে হলে সবাইকে ত্যাগ, শৃঙ্খলা ও আদর্শে অটল থাকতে হবে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে মাগুরার শ্রীপুর উপজেলার রাধানগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে কাদিরপাড়া ও নাকোল ইউনিয়ন মহিলা দলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নেওয়াজ হালিমা আরলী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের জন্য দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অতীতে স্বৈরাচারী ও ফ্যাসিবাদী সরকার বিএনপির ওপর অনেক জুলুম-নির্যাতন চালালেও কোনো নেতাকর্মীকে দলে টানতে বা আদর্শ থেকে বিচ্যুত করতে পারেনি।
সমাবেশে সভাপতিত্ব করেন কাদিরপাড়া ইউনিয়ন মহিলা দলের সাবেক সভাপতি সায়েরা বেগম এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা মহিলা দলের সভাপতি অধ্যাপিকা শাহানা ফেরদৌস হ্যাপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, জেলা মহিলা দলের সভাপতি উম্বিয়া কুলসুম উর্মি, সাধারণ সম্পাদক ফারহানা পারভীন বিউটি প্রমুখ।
ইএ/এসএন