ভারতের ভোজপুরি অভিনেতা, আইপিএলের ধারাভাষ্যকার ও ইউটিউবার মনি মেরাজকে বিহারের পাটনা থেকে গ্রেপ্তার করেছে উত্তর ভারতের গাজিয়াবাদা পুলিশ। গত ১৮ সেপ্টেম্বর একজন নারী সহকর্মী তার বিরুদ্ধে ধর্ষণ, গর্ভপাত ও প্রতারণার অভিযোগে মামলা করেন। এ ঘটনায় ট্রানজিট রিমান্ড পাওয়ার পর অভিযুক্তকে গাজিয়াবাদে নেয়া হয়।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী পুলিশের তদন্তে জানা গেছে, মনি মেরাজ আগে কসাইয়ের কাজ করতেন। এরপর কমেডি ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা লাভ করেন। এভাবে লাখো লাখো ফলোয়ার তৈরি করেন তিনি।
অনলাইন প্ল্যাটফর্মে বিরাট সাফল্যের পর ভোজপুরি সিনেমা ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন। সম্প্রতি তার অভিনীত একটি সিনেমাও মুক্তি পেয়েছে। আবার জিও টিভির জন্য ভোজপুরি ভাষায় আইপিএল ম্যাচগুলোর ধারাভাষ্যকারও ছিলেন মনি মিরাজ।
ভুক্তভোগী নারী সহকর্মী অভিযোগ করেছেন, মনি মেরাজ মিথ্যা পরিচয়ে তার সঙ্গে বন্ধুত্ব করেছিলেন এবং তাকে মদ পান করিয়ে ও বিয়ের প্রলোভনে বারবার ধর্ষণ করেছেন। অভিযুক্ত তাকে অস্বাভাবিক যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করেছেন এবং গর্ভপাত করতে বাধ্য করেছিল।
ওই নারী আরও জানিয়েছেন, তাকে এভাবে গত তিন বছর নির্যাতন করা হয়েছে এবং অভিযুক্ত তার সঙ্গে কয়েক লাখ টাকার প্রতারণাও করেছেন। তিনি বলেন, ভুল আমারই হয়েছে। আমি এমন একজনকে বিশ্বাস করেছিলাম। আমি ক্ষমা প্রার্থনা করছি এবং মনি মেরাজের কঠোর শাস্তি দাবি করছি।
এদিকে মনি মেরাজকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে এসিপি ইন্দিরাপুরম অভিষেক শ্রীবাস্তব বলেন, পুলিশের তদন্তের পর অভিযুক্তকে পাটনা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে। এ ঘটনায় আরও বিস্তারিত জানার জন্য অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চলছে।
এবি/এসএন