ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক ও কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের মনোনয়নপ্রত্যাশী শরীফ উদ্দিন জুয়েল বলেছেন, ‘আমাদের লক্ষ্য ব্যক্তি নয়, প্রতীক ধানের শীষের বিজয়। আমরা আমাদের নেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের জন্যেই কাজ করছি না। সেই রূপকল্প অনুযায়ী ধানের শীষকে শক্তিশালী করতে এবং আসন্ন নির্বাচনে নির্বাচনী প্রতীক ধানের শীষকে বিজয়ী করার জন্যে কাজ করছি।’
শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ ও জনসংযোগকালে এসব কথা বলেন তিনি।
জুয়েল বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান জনকল্যাণমুখী ৩১ দফা ঘোষণা করেছেন। আগামীতে বিএনপি ক্ষমতায় এলে আমরা এই ৩১ দফার আলোকে কাজ করে যাব।’
তিনি আরো বলেন, ‘বিএনপি বিশ্বাস করে গণতন্ত্র ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তাই আমরা বিএনপির অগ্রযাত্রাকে আরো এগিয়ে নিতে এবং ৩১ দফা দাবির গুরুত্ব ও প্রাসঙ্গিকতা সবার সামনে তুলে ধরতে এবং তা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে আপনাদের মাঝে এসেছি।’
এ সময় উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ আলতাফ হোসেনসহ উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আইকে/টিকে