জনপ্রিয় সংগীতশিল্পী বালাম একসময় ওয়ারফেজ ব্যান্ডের সদস্য ছিলেন। ২০০৭ সালে ব্যান্ড ছেড়ে একক ক্যারিয়ারে মনোযোগ দেন এ শিল্পী। সম্প্রতি আবারও এ শিল্পীকে দেখা গেছে ওয়ারফেজ ব্যান্ডের সঙ্গে মঞ্চে গাইতে।
২০২৪ সালে ৪০ বছর পূর্ণ করেছে দলটি। চার দশক পূর্তি উপলক্ষে সংগীতসফরে এখন কানাডায় আছে দলের সদস্যরা।
সেখানেই এক কনসার্টে দলের সঙ্গেই পারফর্ম করলেন সাবেক ভোকাল ও গিটারিস্ট বালাম।
এ প্রসঙ্গে বালাম বলেন, ‘এর আগে কানাডায় অনেকবার একক পারফর্ম করার সুযোগ হয়েছে। কিন্তু এই ইভেন্ট আমার কাছে খুব বিশেষ। কারণ এখানে ওয়ারফেজের সঙ্গে একটা পার্টিসিপেশন হচ্ছে।’
ইউটি/টিএ