সেঞ্চুরিতে নতুন রেকর্ড, ব্র্যাডম্যান-শচীনদের সঙ্গে এক সারিতে জয়সওয়াল

ইনিংসের শুরুতে সময় নিলেন ইয়াশাসভি জয়সওয়াল। সাবধানী ব্যাটিংয়ে কাটিয়ে দিলেন কঠিন সময়। এরপর ধীরে ধীরে বাড়ালেন রানের গতি। দায়িত্বশীল ব্যাটিংয়ে টেস্ট ক্রিকেটে আরেকটি সেঞ্চুরি তুলে নিলেন ভারতীয় ওপেনার। দারুণ কীর্তি গড়ে বসলেন জাভেদ মিয়াঁদাদ, গ্রায়েম স্মিথ, অ্যালিস্টার কুক ও কেন উইলিয়ামসনের পাশে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিল্লি টেস্টের প্রথম দিনে তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পান ২৩ বছর ২৮৬ দিন বয়সী জয়সওয়াল। টেস্টে এটি তার সপ্তম সেঞ্চুরি। বয়স ২৪ বছর পূর্ণ হওয়ার আগে ক্রিকেটের অভিজাত সংস্করণে তার চেয়ে বেশি শতক করতে পেরেছিলেন কেবল তিন জন।

ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটসম্যান হিসেবে বিবেচিত অস্ট্রেলিয়ার স্যার ডন ব্র্যাডম্যানের ওই বয়সে সেঞ্চুরি ছিল ১২টি। ক্যারিয়ারে শুরুর এই ধাপে জয়সওয়ালেরই পূর্বসূরি, ভারতীয় ব্যাটিং গ্রেট সাচিন টেন্ডুলকার করেছিলেন ১১ সেঞ্চুরি এবং ওয়েস্ট ইন্ডিজ গ্রেট গ্যারি সোবার্স ৯ বার পেয়েছিলেন এই স্বাদ।



২৪ বছর বয়সের আগে জয়সওয়ালের সমান ৭টি করে টেস্ট সেঞ্চুরি করেছিলেন পাকিস্তানের গ্রেট মিয়াঁদাদ, দক্ষিণ আফ্রিকার স্মিথ, ইংল্যান্ডের কুক ও নিউ জিল্যান্ডের উইলিয়ামসন। ২০২৩ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই টেস্ট অভিষেক হয় জয়সওয়ালের। দারুণ পারফরম্যান্সে এই সংস্করণে ভারতের নিয়মিত ওপেনার হয়ে উঠেছেন তিনি। জয়সওয়ালের অভিষেকের পর টেস্ট ওপেনারদের মধ্যে তার চেয়ে বেশি সেঞ্চুরি করতে পারেননি কেউ; দ্বিতীয় সর্বোচ্চ চারটি শতক পেয়েছেন ইংল্যান্ডের বেন ডাকেট।

টেস্ট অভিষেকেই ১৭১ রানের ইনিংস উপহার দেন জয়সওয়াল। তার সেঞ্চুরি ছোঁয়া সাত ইনিংসের মধ্যে দুটি দ্বিশতক, ইংল্যান্ডের বিপক্ষে ২০৯ ও অপরাজিত ২১৪। আগের সেঞ্চুরিটি তিনি করেছিলেন গত জুলাইয়ে, ইংল্যান্ড সফরে। সাদা পোশাকে দারুণ ছন্দে থাকা জয়সওয়াল এদিন প্রথম ৩০ বলে করেন ১০ রান। পরের ৩০ বলে ১৭। এরপর রানের গতিতে কিছুটা দম দেন তিনি। লাঞ্চের পর প্রথম ওভারে জেডেন সিলসের চার বলে তিনটি চার মেরে ৮২ বলে ফিফটি স্পর্শ করেন বাঁহাতি ব্যাটসম্যান।

পঞ্চাশ থেকে শতরান ছুঁতে তার লাগে ৬৩ বল। এই সময়ে বাউন্ডারি মারেন কেবল ছয়টি, তবে সিঙ্গেল-ডাবল নিয়ে রানের চাকা সচল রাখেন তিনি। ৫১তম ওভারে খ্যারি পিয়েরকে লেগ সাইডে খেলে দৌড়ে দুই রান নিয়ে কাঙ্ক্ষিত সেঞ্চুরিতে পা রাখেন জয়সওয়াল, ১৪৫ বলে। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি জয়সওয়ালের ষোড়শ শতক। সঙ্গে তার নামের পাশে আছে ১৬টি ফিফটি।

সেঞ্চুরি ছোঁয়া ইনিংসটির পথে আরেকটি কীর্তি গড়েন জয়সওয়াল। আন্তর্জাতিক ক্রিকেটে এদিন তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। বাঁহাতি ওপেনারদের মধ্যে এই ক্লাবে পা রাখা চতুর্থ ভারতীয় তিনি। আগের তিনজন সৌরভ গাঙ্গুলি, গৌতাম গাম্ভির ও শিখার ধাওয়ান।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ব্রিটেনে সার্চ ইঞ্জিনে পরিবর্তনের মুখে গুগল Oct 11, 2025
img
এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার টাকার মধ্যে হওয়া উচিত : জ্বালানি উপদেষ্টা Oct 11, 2025
img
নেইমারকে চায় মায়ামি, তবে কি আবার ফিরছে এমএসএন ত্রয়ী? Oct 11, 2025
img
দেশে নিত্য নতুন নাটক চলছে : গোলাম মাওলা রনি Oct 11, 2025
img
পর্তুগালের সিটি নির্বাচনের প্রার্থী ২ বাংলাদেশি Oct 11, 2025
img
নয়াদিল্লিতে আফগান মন্ত্রীর সংবাদ সম্মেলনে রাখা হয়নি নারী সাংবাদিক Oct 11, 2025
img

ইলিশ রক্ষা অভিযান

রাজবাড়ীতে অর্ধকোটি টাকার জাল ধ্বংস, ২৭ জনের কারাদণ্ড Oct 11, 2025
img
ত্বকের আর্দ্রতা বজায় সহায়তা করে হায়ালুরোনিক এসিড, গ্লিসারিন ও শিয়া বাটার Oct 11, 2025
img
জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ বিষয়ক সেমিনারে ৩ উপদেষ্টা Oct 11, 2025
img
স্ত্রীর নামে কাঁধে ট্যাটু করিয়েছেন অক্ষয়, কিন্তু স্বামীর নাম খোদাইয়ে নারাজ টুইঙ্কেল! Oct 11, 2025
img
বুয়েট, ঢাবি ও ঢামেক এলাকায় পরিচ্ছন্নতা ও উচ্ছেদ অভিযান Oct 11, 2025
img
চমক নিয়ে আসছে বাহুবলী থ্রি! Oct 11, 2025
img
আমরা নিজেদের সঙ্গে লড়াই করছি : নুসরাত Oct 11, 2025
img
গাজায় ধ্বংসস্তূপ থেকে বের করা হচ্ছে একের পর এক মরদেহ Oct 11, 2025
img
নির্ধারনী ম্যাচে হেরে বিশ্বকাপের স্বপ্নভঙ্গ সুইডেনের Oct 11, 2025
img
বঙ্গবন্ধুর ছবি প্রদর্শনসংক্রান্ত অনুচ্ছেদ বিলুপ্তি চায় ঐকমত্য কমিশন Oct 11, 2025
img
রোববার ঢাকায় বড় জমায়েতের ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের Oct 11, 2025
img
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে টাকা দাবির অডিও ফাঁস Oct 11, 2025
img
১০০ রানে হারের কারণ জানালেন বাংলাদেশ দলের অধিনায়ক Oct 11, 2025
img
গুম কমিশনের প্রত‍্যেক সদস‍্যের কাছে এই জাতি ঋণী থাকবে: সংস্কৃতি উপদেষ্টা Oct 11, 2025