এমবাপের গোলে ফ্রান্স ও কিমিচের জোড়ায় জার্মানির জয়

উয়েফার (ইউরোপ) অধীন দেশগুলো পুরোদমে বিশ্বকাপ বাছাইপর্বে নেমেছে। একইদিন পৃথক ম্যাচে বড় জয় পেয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ও জার্মানি। দুই দলই নিজেদের ম্যাচে একপেশে দাপট দেখিয়েছে। আজারবাইজানের বিপক্ষে কিলিয়ান এমবাপের ফ্রান্স ৩-০ এবং জশুয়া কিমিচের জোড়া গোলে জার্মানি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে লুক্সেমাবার্গকে।

ফ্রান্স ৩ : ০ আজারবাইজান
গতকাল (শুক্রবার) দিবাগত রাতে ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে আজারবাইজানকে আতিথ্য দেয় ফরাসিরা। যেখানে তাদের আক্রমণের তোড়ে সফরকারীরা দাঁড়াতেই পারেনি। অবশ্য এ নিয়ে তিনবার মুখোমুখি হওয়ার পর প্রতিবারই তিক্ত স্বাদ পেয়েছে আজারবাইজান। এবারের দেখায় ফ্রান্স ৭৬ শতাংশের বেশি পজেশন রেখে মোট ৩৩টি শট নেয়। যার ৯টি ছিল গোলের লক্ষ্যে। বিপরীতে গোলের জন্য মাত্র একটি শট নিতে পারে আজাররা, যদিও তা লক্ষ্যে ছিল না।



অবশ্য র‌্যাঙ্কিংয়েই দুই দলের ব্যবধানটা ছিল স্পষ্ট। দুইয়ে থাকা ফরাসিদের প্রতিপক্ষ আজারবাইজানের অবস্থান ১২৪-এ। প্রতিপক্ষের ভুলে শুরুতেই বল পেয়ে শট নেন এমবাপে। তবে তার শট গোলবার ঘেঁষে যায়। এভাবে একের পর এক আক্রমণের ধারা ধরে রাখে ফ্রান্স। তবে খালি হাতে ফিরছিল প্রথমার্ধ থেকে। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ডেডলক ভেঙে দারুণ এক গোল করেন ফরাসি অধিনায়ক। একক নৈপুণ্যে অনেকটা দূর কাটিয়ে বক্সে ঢুকে মাটি কামড়ানো শটে তিনি গোল করেন। এ নিয়ে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে টানা ১০ ম্যাচে গোল করলেন এমবাপে এবং জাতীয় দলে তার মোট গোল ৫৬। একটি বেশি নিয়ে সামনে আছেন কেবল অলিভিয়ের জিরু।

বিরতির পর আরও চাপ বাড়ায় ফ্রান্স। মিনিট পাঁচেক পরই খানিক দূর এগিয়ে হুগো একিতিকের নেওয়া শট পোস্টে লেগে ফেরে। শট নিয়ে আজারবাইজান রক্ষণ ও গোলরক্ষকের পরাস্ত হয়েছেন এমবাপে ও কিফহেন থুরাম। ৬৯ মিনিটে ফরাসিদের লিড দ্বিগুণ করেন আন্দ্রে র‌্যাবিওট। জটলার মধ্যে হেডে তিনি গোলটি করেন। অস্বস্তি নিয়ে ৮৩তম মিনিটে মাঠ ছাড়েন এমবাপে। তার বদলি নেমে পরের মিনিটেই ফ্লোরিয়ান থাউভিন স্কোরশিটে নাম তোলেন। ক্রসে পাওয়া বলে নিয়ন্ত্রণে নিয়ে লাফিয়ে বাঁ পায়ে জোরালো শট নেন তিনি। তাতেই ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত হয় ফ্রান্সের। ৩ ম্যাচের সবকটিতে জিতে তারা বাছাইয়ের গ্রুপ ‘ডি’র পয়েন্ট টেবিলের শীর্ষে।

টিজে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
গোপন প্রেমে আবু ত্বহা আদনান, স্ত্রীর প্রতিক্রিয়া Oct 11, 2025
img
পবিত্র মক্কায় আবেগঘন ফারহান Oct 11, 2025
img
ষড়যন্ত্রকারীরা এখনো দেশে-বিদেশে তৎপর : দুদু Oct 11, 2025
img
ইয়ামালকে ‘১৮ বছরের শিশু’ বললেন এমবাপে Oct 11, 2025
img
মেক্সিকোতে বন্যা ও ভূমিধসে প্রাণ গেল ২৮ জনের Oct 11, 2025
img
নিষেধাজ্ঞার মধ্যে ইলিশ ধরায় জেলের ১৭ দিনের কারাদণ্ড Oct 11, 2025
img
কথাসাহিত্যিক মঞ্জুরুল ইসলামকে শিক্ষার্থী ও সহকর্মীদের শেষ শ্রদ্ধা Oct 11, 2025
img
আমার প্রতি সম্মান জানিয়ে মারিয়া নোবেল পুরস্কার গ্রহণ করেছেন: ট্রাম্প Oct 11, 2025
img
নির্বাচন ত্রুটিমুক্ত করতে পিআর পদ্ধতি জরুরি: হামিদুর আযাদ Oct 11, 2025
img
নোবেল শান্তি পুরস্কার নিয়ে তথ্য ফাঁসের সন্দেহ, তদন্তে নোবেল ইনস্টিটিউট Oct 11, 2025
img
দীপিকা পাড়ুকোন ভারতের প্রথম মানসিক স্বাস্থ্য দূত Oct 11, 2025
img
যারা ক্রিকেট খেলে তাদের এত চাপ কিসের, প্রশ্ন নাঈম শেখের Oct 11, 2025
img
মেহেরপুরে প্রণোদনার পেঁয়াজ বীজ বিতরণে দুর্নীতির অভিযোগ Oct 11, 2025
img
প্রশংসিত জিয়াউল হক পলাশ! Oct 11, 2025
img
মেহেরপুরে প্রণোদনার বীজ বিতরণে দুর্নীতির অভিযোগ Oct 11, 2025
img
অনুপ্রবেশের কারণে ভারতে মুসলিম জনসংখ্যা বেড়েছে : অমিত শাহ Oct 11, 2025
img
বাংলাদেশে আসা এলপিজি জাহাজের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র Oct 11, 2025
img
মোমেন্টাম ধরে রেখে টানা ২য় শিরোপা জিততে চান আকবর Oct 11, 2025
img
পঞ্চগড়ে দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে সারজিসের লংমার্চ Oct 11, 2025
img
ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার কবলে বাংলাদেশমুখী এলপিজির জাহাজ Oct 11, 2025