ব্যাটে-বলে ভুলে যাওয়ার মতো একটি দিন কাটালেন সাকিব আল হাসান। কানাডার সুপার সিক্সটিতে ব্যাট হাতে গোল্ডেন ডাকের শিকার হয়েছেন, এর আগে ১ ওভার বল করে বিলি করেছেন ২৭ রান। সাকিবের মলিন পারফরম্যান্সের দিনে মন্ট্রিয়াল রয়েল টাইগার্সও পেয়েছে হারের স্বাদ।
ভেনকুবারে স্বাগতিক ভেনকুবার নাইটস আগে ব্যাট করতে নামলে নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৬ রানের পাহাড় জড়ো করে। দলের পক্ষে ম্যাক্স চু একাই করেন ৮২ রান। ২৫ বছর বয়সী কিউই ব্যাটার মাত্র ২৩ বলে এই ইনিংস সাজান। ৩৫৬.৫২ স্ট্রাইক রেটের যে ইনিংসে ছিল ছয়টি চার ও নয়টি ছক্কা।
এছাড়া অধিনায়ক ডোয়াইন প্রিটোরিয়াস ১৪ বলে ৫৩ রান করেন, একটি চার ও সাতটি ছক্কায়। ১৭ বলে ৪৪ রান করেন নোমান আনোয়ার, যিনি ম্যাক্স চুকে নিয়ে উদ্বোধনী জুটিতে এনে দেন ১৪০ রান, মাত্র ৬ ওভারে। সাকিব এদিন বল হাতে নেন ইনিংসের ৫ম ওভারে। সেই ওভারে দুটি চার ও দুটি ছক্কা হজম করেন তিনি। আবার ওয়াইড সহকারে অতিরিক্ত ৪ রানের তিক্ত স্বাদও পান। সব মিলে ম্যাক্স-নোমানরা সাকিবের ওপর এমনভাবে চড়াও হন যে অধিনায়ক নিজেই আর বল হাতে তুলে নেওয়ার সাহস করেননি। মন্দের ভালো ছিলেন ইসুরু উদানা ও রায়ান হিগিন্স। দুজনই শিকার করেন দুটি করে উইকেট।
জবাব দিতে নেমে শুরুটা ভালোই পেয়েছিল সাকিবের নেতৃত্বাধীন দল। ১৩ বলে বোর্ডে চলে আসে ৪৯ রান। তবে জশ ব্রাউন ১০ বলে ৩৯ রান করে বিদায় নিতেই ছন্দপতন। নিক হবসন, দিলপ্রিত বাজওয়া, হিগিন্স, সাকিবরা মাথা তুলে দাঁড়াতে পারেননি। বালতেজ সিংয়ের বলে নোমান আনোয়ারকে ক্যাচ দিয়ে সাকিব গোল্ডেন ডাকের শিকার হন।
বাংলাদেশি অলরাউন্ডারের ভুলে যাওয়ার মতো পারফরম্যান্সের দিনে ১০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৬ রান জড়ো করতে সমর্থ হয় মন্ট্রিয়াল টাইগার্স, এতে ৮০ রানের রাজসিক জয় পায় ভেনকুবার নাইটস। দলের পক্ষে তিনটি করে উইকেট পান বালতেজ সিং, তাজিনদর সিং ও ডোয়াইন প্রিটোরিয়াস।
এসএস/এসএন