অস্ট্রেলিয়ার পেস আক্রমণের অন্যতম মূল ভরসা প্যাট কামিন্সের অ্যাশেজে অংশগ্রহণ নিয়ে জেগেছে অনিশ্চয়তা। পিঠের চোট কাটিয়ে এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি তিনি। ফলে ২১ নভেম্বর শুরু হতে যাওয়া ঐতিহ্যবাহী সিরিজের প্রথম ম্যাচে তার খেলা নিয়ে দেখা দিয়েছে বড় শঙ্কা।
টেস্ট বোলারদের আইসিসি র্যাঙ্কিংয়ে বর্তমানে চতুর্থ স্থানে অবস্থান করছেন কামিন্স। দীর্ঘদিন এই তালিকার শীর্ষে ছিলেন তিনি। তার অনুপস্থিতি নিঃসন্দেহে প্রতিপক্ষ দলের জন্য স্বস্তির। ইংল্যান্ড দলের সহ-অধিনায়ক হ্যারি ব্রুক মনে করছেন, কামিন্স না থাকলে তাদের জন্য অ্যাশেজে সুবিধা হতে পারে।
ব্রুক বলেন, 'প্রথম ম্যাচে কামিন্স না থাকলে, নিঃসন্দেহে সেটা আমাদের জন্য সুবিধাজনক হবে। সে একজন অভিজ্ঞ এবং গতি সম্পন্ন মানসম্পন্ন বোলার।' অস্ট্রেলিয়ার গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী, কামিন্সের চোটের মাত্রা অনুযায়ী পুরো সিরিজ থেকেই তার ছিটকে পড়ার সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড অবশ্য সিরিজ শুরুর আগেই কামিন্সকে ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী।
যদিও ব্রুক মনে করেন, শুধু কামিন্স না থাকলেই অস্ট্রেলিয়াকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই। তার ভাষায়, 'তাদের দলে আরও অনেক ভালো পেসার রয়েছে। তাই আমরা কাউকেই হালকাভাবে নিচ্ছি না।' অ্যাশেজের ট্রফি টানা আট বছর ধরে অস্ট্রেলিয়ার দখলে। ইংল্যান্ড সর্বশেষ ২০১০ সালে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতেছিল।
এসএস/এসএন