মেক্সিকোর মধ্য ও দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ২৮ জনের মৃত্যু হয়েছে। এখনও অনেকে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
সিভিল ডিফেন্সের জাতীয় সমন্বয়কারী লরা ভেলাজকেজ শুক্রবার (১০ অক্টোবর) বলেন, টানা বৃষ্টির ফলে একাধিক ভূমিধসের ঘটনা ঘটেছে। কিছু পৌরসভায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।
মেক্সিকোর বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, দেশটির মোট ৩১টি রাজ্যেই ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে, রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো হলো পূর্বাঞ্চলের ভেরাক্রুজ, মধ্যাঞ্চলের কেরেতারো ও হিদালগো এবং উত্তর-কেন্দ্রীয় রাজ্য সান লুইস পোতসি।
হিদালগো রাজ্যে সবচেয়ে বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে। সেখানে ১৬ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত এক হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
পুয়েবলা রাজ্যে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে এবং সেখানে ১১ জন নিখোঁজ রয়েছেন।
এমআর/টিকে