স্প্যানিশ দুই জায়ান্ট ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ চিরপ্রতিদ্বন্দ্বী। দুই দলের ফুটবলারদেরও বিভিন্ন সময় কথার লড়াইয়ে মেতে উঠতে দেখা যায়। এবার অবশ্য কথার লড়াই নয়, উল্টো বার্সার তারকা ফরোয়ার্ড লামিনে ইয়ামালের পক্ষে ঢাল হয়ে দাঁড়িয়েছেন রিয়ালের অন্যতম প্রধান তারকা কিলিয়ান এমবাপে। খেলোয়াড় হিসেবে নিজের প্রতিদ্বন্দ্বীর প্রশংসা করার পাশাপাশি ইয়ামালের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা কমানোর আহবান জানিয়েছেন।
সম্প্রতি সম্প্রচার প্রতিষ্ঠান মুভিস্টারকে দেওয়া সাক্ষাৎকারে এই প্রসঙ্গে কথা বলেন এমবাপে। ফ্রান্স অধিনায়কের বরাতে ইএসপিএন জানিয়েছে, ‘ফুটবলের প্রতি তার (ইয়ামাল) আবেগ দেখুন এবং এটাই একমাত্র বিষয় যা সে হারাতে চায় না। এর বাইরে যা ঘটছে সেসব তার ব্যক্তিগত জীবন। মানুষ তার ব্যক্তিগত কর্মকাণ্ড নিয়ে আলোচনা করে। আমার মতে তাদের উচিত ইয়ামালকে একা থাকতে দেওয়া।’
নিজের চেয়ে বয়সী বড় মডেল কিংবা গায়িকার সঙ্গে সম্পর্কে জড়ানো কিংবা নানা গুঞ্জন নিয়ে সাম্প্রতিক অনেক বেশি আলোচনার কেন্দ্রে আসেন ইয়ামাল। বিশেষ করে মৌসুম শুরুর আগমুহূর্তে খেলার বিরতিতে তিনি কার সঙ্গে কোথায় ঘুরে বেড়িয়েছেন সেসব ছিল সামাজিক মাধ্যমে বহুল চর্চার বিষয়। মাঝে খেলায় ফিরলেও ইয়ামালের প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনা থামেনি। এরই মাঝে আবার চোটের কারণে মাঝে বেশ কিছু ম্যাচ মিস করেছেন বার্সার এই স্প্যানিশ তারকা।
কুঁচকির চোট কাটিয়ে সম্প্রতি মাঠে ফিরেছিলেন ইয়ামাল। এর আগে তিনি বার্সেলোনার হয়ে ভ্যালেন্সিয়া, নিউক্যাসল, গেতাফে ও রিয়েল ওভিয়েদোর বিপক্ষে ম্যাচ খেলতে পারেননি। সম্প্রতি আবার নতুন ঝামেলায় পড়েন ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। তাকে নিয়ে টানাটানি লেগেছে বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের মাঝে। মূলত চোটের ঝুঁকি থাকায় জাতীয় দলের আসন্ন বিশ্বকাপ বাছাইয়ের সময় ইয়ামালকে বিশ্রামে রাখার লক্ষ্যে ছাড়তে চায়নি বার্সেলোনা। তা সত্ত্বেও স্পেন কোচ দে লা ফুয়েন্তে গুরুত্বপূর্ণ এই তারকাকে নিয়েই স্কোয়াড সাজান। এরপরই ফের ইয়ামালের চোটের খবর আসে।
যদিও সাম্প্রতিক সময়ে খেলার চেয়ে ব্যক্তিগত কারণে ইয়ামালকে নিয়ে বেশি আলোচনা দেখে বিরক্ত এমবাপেও। ১৮ বছর বয়সে সবাই ভুল করে জানিয়ে এই ফরাসি তারকা বলেন, ‘লামিনে অন্যতম সেরা খেলোয়াড়। কিন্তু বাস্তব জীবনে সে ১৮ বছরের এক শিশু। এই বয়সে সবাই ভুল করে। সেও তার জীবন যাপন করছে। আমাদের উচিত সে মাঠে কী করছে সেটা দেখা। বাকি বিষয় গুরুত্বপূর্ণ নয়, যতক্ষণ না সেটি গুরুতর কোনো বিষয় হয়ে দাঁড়ায়। দারুণ প্রতিভাসম্পন্ন খেলোয়াড় সে।’
ফুটবলে ব্যক্তিগত পারফরম্যান্সের সুবাদে মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি’অর জয়ে এবারও প্রতিদ্বন্দ্বিতা করেছেন এমবাপে-ইয়ামালরা। যা শেষ পর্যন্ত হাতে উঠেছে পিএসজিকে সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা জেতানো আরেক ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে। তবে উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার ‘কোপা ট্রফি’ উঠেছে ইয়ামালের হাতে। এ নিয়ে টানা দ্বিতীয়বার তিনি এই পুরস্কার জেতেন। অন্যদিকে, দারুণ ফর্মে আছেন এমবাপে। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তিনি সর্বশেষ ১০ ম্যাচেই টানা গোল করেছেন।
এমকে/এসএন