রাজনৈতিক ক্ষমতার সঙ্গে যেন দুর্নীতির পালাবদল না ঘটে, এমন আশা প্রকাশ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেছেন, ক্ষমতার সঙ্গে যেন জাদুর কাঠি যুক্ত না থাকে, যা রাজনীতিবিদদের রাতারাতি আকাশছোঁয়া সম্পদের মালিক বানিয়ে দেয়।
শনিবার (১১ অক্টোবর) রাজধানীর এফডিসির ৮ নম্বর অডিটরিয়ামে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বদিউল আলম মজুমদার বলেন, আমরা বিশ্বাস করতে চাই বর্তমান নির্বাচন কমিশন একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সক্ষম হবে। তাদের হাতে এখনো কিছু কাজ বাকি আছে, যা তারা আগামী কয়েক মাসের মধ্যেই শেষ করবে। জাতির স্বার্থে ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে তারা যেন একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারে, সেই আশা রাখি।
তিনি আরো বলেন, নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদল হবে, কিন্তু তা যেন দুর্নীতির পালাবদলে পরিণত না হয়। আমাদের দেশে দেখা গেছে, ক্ষমতায় আসার পর রাজনীতিবিদদের সম্পদ দ্রুত বৃদ্ধি পায়। ২০০৮ থেকে ২০১৪ সালের মধ্যে আওয়ামী লীগের প্রার্থীদের সম্পদ আকাশচুম্বি হারে বেড়েছে। ক্ষমতা যেন জনগণের সেবার হাতিয়ার হয়, ব্যক্তিগত সম্পদ বৃদ্ধির মাধ্যম না হয়, এই প্রত্যাশা আমাদের সবার।
গণভোট ইস্যুতে মতপার্থক্যের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এ বিষয়ে এখনো রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ রয়েছে। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, সিদ্ধান্তটি সরকারের হাতে থাকা উচিত। সরকার ও নির্বাচন কমিশনের সমন্বয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। কারণ নির্বাচনের আয়োজনের সঙ্গে প্রস্তুতি নিবিড়ভাবে জড়িত।
এমআর/টিকে