আন্তর্জাতিকভাবে শিশুদের নোবেল পুরস্কার হিসেবে পরিচিত 'আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৫'-এর জন্য মনোনীত হয়েছেন কিশোরগঞ্জের তরুণ সমাজকর্মী মাহবুব। তিনি পরিবেশ ও জলবায়ু কার্যক্রম, শিক্ষা এবং স্বাস্থ্যসেবা এই তিনটি গুরুত্বপূর্ণ বিভাগে তার কাজের স্বীকৃতিস্বরূপ এই মনোনয়ন লাভকরেছেন।
নেদারল্যান্ডস ভিত্তিক কিডস রাইটস ফাউন্ডেশন প্রতি বছর বিশ্বজুড়ে শিশুদের অধিকার প্রতিষ্ঠা ও মানবতার কল্যাণে অসামান্য অবদান রাখা শিশুদের এই সম্মানজনক পুরস্কার প্রদান করে।
এ বছর বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ১৭২ জন শিশুকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
কিশোরগঞ্জ জেলা শহরের শোলাকিয়া এলাকার বাসিন্দা ১৭ বছর বয়সী মাহবুব। শিশুদের স্বাস্থ্যসেবা প্রদান এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে তিনি ২০২২ সালে 'দি চ্যাঞ্জ বাংলাদেশ' নামে একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করেন। এই সংগঠনের মাধ্যমে তিনি শিশুদের মধ্যে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টি, বৃক্ষরোপণ এবং সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে গাছের চারা, খাতা, কলম ও পেন্সিলের মতো শিক্ষা উপকরণ বিতরণসহ নানা ধরনের উদ্যোগ পরিচালনা করছেন।
শুধু তাই নয়, দেশের হাওর অঞ্চলের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করতেও তিনি বিভিন্ন বাস্তবমুখী কর্মসূচি বাস্তবায়ন করে চলেছেন।
শিশু অধিকার রক্ষায় তার অবদান এখানেই থেমে নেই। অসুস্থ শিশুদের রক্তের প্রয়োজনীয়তা মেটাতে মাহবুব 'ব্লাড খুঁজি' নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করেছেন। এই প্ল্যাটফর্মের মাধ্যমে তিনি মুমূর্ষু শিশু রোগীদের জন্য দ্রুত রক্ত সংগ্রহে সহায়তা করে যাচ্ছেন, যা অনেক শিশুর জীবন বাঁচাতে সহায়ক ভূমিকা পালন করছে।
নিজের কার্যক্রম ও প্রেরণা সম্পর্কে মাহবুব বলেন, শিশুরাই আমাদের ভবিষ্যৎ। এই ভবিষ্যৎকে সুরক্ষিত ও সুন্দর করতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করে যেতে হবে। হাওর অঞ্চলের শিশুদের জীবনমান উন্নয়ন এবং তাদের অধিকার রক্ষায় তার এই নিরলস প্রচেষ্টা স্থানীয় ও জাতীয় পর্যায়ে ব্যাপক প্রশংসিত হয়েছে।
এমকে/এসএন