কুসংস্কারে আচ্ছন্ন হয়ে মানসিক চিকিৎসকের কাছে যেতে অনীহা দেখানোর মতো সামাজিক প্রতিবন্ধকতা ভাঙতে এবার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ‘মেন্টাল হেলথ সার্ভিস’ চালু করার চেষ্টা করবে সরকার। এমনটাই জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
আজ শনিবার (১১ অক্টোবর) দুপুরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের আয়োজনে ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের’ অনুষ্ঠানে তিনি এই উদ্যোগের কথা জানান।
গণশিক্ষা উপদেষ্টা বলেন, অনেক কাজের উদ্যোগ নেওয়া হলেও তা শেষ পর্যন্ত আলোর মুখ দেখে না। তবে এবার সরকার শিক্ষা প্রতিষ্ঠানে মেন্টাল হেলথ সার্ভিস চালুর প্রচেষ্টা শুরু করবে। একই সঙ্গে তিনি কোনো দুর্ঘটনার পর মানসিক চিকিৎসার জন্য সরকার থেকে পর্যাপ্ত ফান্ড না দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেন।
এর আগে অনুষ্ঠানে মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের মতো দুর্ঘটনার পর শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের নাজুক অবস্থা তুলে ধরা হয়। দেখা যায়, ঘটনার পর সেবা নিতে আসা শিক্ষার্থীদের ৭১ শতাংশই নিদ্রাহীনতার সমস্যার কথা চিকিৎসকদের জানিয়েছেন। এই প্রেক্ষিতে, চিকিৎসকরা পাঠ্যবইয়ে মানসিক স্বাস্থ্যকে অন্তর্ভুক্ত করার দাবি জানান।
ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার আশা প্রকাশ করেন, এই নতুন উদ্যোগের মাধ্যমে দেশের মানুষের মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে যে অনীহা ও কুসংস্কার রয়েছে, তা দূর করা সম্ভব হবে।
আইকে/টিকে