আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আজ যেন টাইগারদের দিন! টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তটা আফগানিস্তানের জন্য শেষ পর্যন্ত খুব একটা লাভজনক হয়নি। তানজিম হাসান সাকিব, মুস্তাফিজ, রিশাদ—সবাই মিলে আগুন ঝরানো বোলিংয়ে পুরো আফগান ব্যাটিং লাইনআপকে গুটিয়ে দিল মাত্র ১৯০ রানে!
ইনিংসের শুরুটা ছিল মোটামুটি। গুরবাজ দ্রুতই ফিরে যান ১১ রানে। কিন্তু অপর প্রান্তে ইব্রাহিম জাদরান চেষ্টা করেছিলেন দলকে টেনে নেওয়ার। ১৪০ বল খেলে ৯৫ রান করলেও শেষ পর্যন্ত একার লড়াইয়েই থেমে যান তিনি। বাকিদের কেউই তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে পারেননি। শাহিদি ১২, রহমত শাহ ১২, নাজিবুল্লাহ ১৩—সবাই এলেন গেলেন, কিন্তু কেউই দাঁড়াতে পারলেন না টাইগার বোলিং তোপের সামনে।
বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল ছিলেন তরুণ তানজিম হাসান সাকিব। ৮ ওভারে ৩ উইকেট নিয়ে তিনি ছিন্নভিন্ন করে দেন আফগান টপ অর্ডার। মুস্তাফিজুর রহমান আর রিশাদ হোসেনও ছিলেন দুর্দান্ত—দুজনেই নেন ২টি করে উইকেট। হাসান মাহমুদ ও তানভির ইসলাম নেন ১টি করে উইকেট।
আফগানিস্তানের ইনিংস শেষ হয় ৪৪.৫ ওভারে ১৯০ রানে। এখন টাইগারদের সামনে লক্ষ্য ১৯১। এই উইকেটে রান তাড়া করা কঠিন নয়, তাই ম্যাচের নিয়ন্ত্রণ এখন পুরোপুরি বাংলাদেশের হাতে।
আইকে/টিকে