প্রথম স্ত্রী প্রকাশ কৌরের সঙ্গেই বসবাস করছেন ভারতের প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র। সম্প্রতি ধর্মেন্দ্রর ছেলে অভিনেতা ববি দেওল এক সাক্ষাৎকারে বাবার বর্তমান জীবনযাপনের এই তথ্য জানান।
ববি বলেন, ‘বাবা একা নন। তিনি এখন খান্ডালার ফার্মহাউসে মায়ের (প্রকাশ কৌর) সঙ্গে থাকেন। দুজনই বয়সে প্রবীণ, তাই শান্তিতে সেখানে সময় কাটাতে ভালোবাসেন। আবহাওয়া সুন্দর, খাবার ভালো, সব মিলিয়ে বাবা নিজেই জায়গাটা এক স্বর্গে পরিণত করেছেন।’
১৯৮০ সালে অভিনেত্রী হেমা মালিনীকে বিয়ে করেন ধর্মেন্দ্র। তার আগে প্রকাশ কৌরকে বিয়ে করেছিলেন। তবে ধর্মেন্দ্র দ্বিতীয় বিয়েতে বসলেও প্রথম স্ত্রীকে তাকে তালাক দেননি। ফলে দুই সংসারই দীর্ঘদিন ধরে সমানতালে চলেছে।
ববির মতে, ধর্মেন্দ্রর জীবনে প্রকাশ কৌরের ভূমিকা ছিল ভিত্তির মতো। বলেন, ‘মা-ই আমাদের পরিবারের স্তম্ভ। আমি প্রতিদিন তার সঙ্গে কথা বলি, আজও দুইবার ফোন করেছেন! খুব শক্ত মনের মানুষ উনি। আমি যেমন আমার স্ত্রীর সমর্থনে এগিয়েছি, পাপাও তেমনই মা-র জন্য বড় তারকা হতে পেরেছেন।’
ধর্মেন্দ্র ও প্রকাশ কৌরের সংসারে চার সন্তান, সানি, ববি এবং দুই কন্যা। অন্যদিকে, হেমা মালিনীর সঙ্গে ধর্মেন্দ্রর দুই মেয়ে, ঈশা ও অহনা। দুই পরিবারের মধ্যে দূরত্ব থাকলেও, ববির মন্তব্যে স্পষ্ট, বয়সের শেষ প্রান্তে এসে প্রথম সংসারেই স্বস্তি খুঁজে পেয়েছেন এই প্রবীণ অভিনেতা।
কেএন/টিকে