নরওয়ের স্ট্রাইকার আর্লিং হালান্ড আবারও ইতিহাস গড়লেন। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ইসরায়েলের বিপক্ষে ৫-০ গোলের জয়ে হ্যাটট্রিক করে নিজের আন্তর্জাতিক গোলের সংখ্যা ৫১-এ উন্নীত করলেন সিটির এই খেলোয়াড়।
হালান্ড মাত্র ৪৬ ম্যাচে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে দ্রুততম খেলোয়াড়ের রেকর্ড গড়লেন। এর আগে এই রেকর্ডটি হ্যারি কেইনের ৭১ ম্যাচে ছিল।
তার অসাধারণ নৈপুণ্যে নরওয়ে ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনাল মঞ্চে খেলার যোগ্যতা অর্জন করতে যাচ্ছে।
দ্রুততম খেলোয়াড় যারা আন্তর্জাতিকভাবে ৫০ গোল স্পর্শ করেছেন :
আর্লিং হালান্ড (নরওয়ে) – ৪৬ ম্যাচ
হ্যারি কেইন (ইংল্যান্ড) – ৭১ ম্যাচ
নেইমার (ব্রাজিল) – ৭৪ ম্যাচ
কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স) – ৯০ ম্যাচ
রবার্ট লেভানদোস্কি (পোল্যান্ড) – ৯০ ম্যাচ
লিওনেল মেসি (আর্জেন্টিনা) – ১০৭ ম্যাচ
ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল) – ১১৪ ম্যাচ।
এবি/টিকে