পাকিস্তানি টিভি নাটকের সুবাদে বাংলাদেশের দর্শকদের কাছে আহাদ রাজা মীর বেশ পরিচিত। বিশেষ করে তার অভিনীত ব্লকবাস্টার সিরিয়াল 'এহদ-এ-ওয়াফা'-এর জন্য তিনি এ দেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। এবার বাংলাদেশে আসতে চলেছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে মীর নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। ২০১৭ সালের রোমান্টিক ড্রামা ‘ইয়েকিন কা সফর’-এর মাধ্যমে এই অভিনেতা জনপ্রিয়তার শিখরে পৌঁছান। যার জন্য তিনি ‘লাক্স স্টাইল অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাক্টর’ জিতেছিলেন।
আজকের প্রতিবেদন আহাদ অভিনীত ৫ জনপ্রিয় ওয়েব সিরিজ নিয়ে।
১. ইয়েকিন কা সফর : আহাদের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেওয়া এই ড্রামা তিনটি পরিবারের জীবনকে কেন্দ্র করে আবর্তিত। একটি মেয়ে যে তার বাবাকে নিজের মায়ের হত্যাকারী হিসেবে দেখে; সমাজে নিজেদের জায়গা খুঁজে নিতে সংগ্রামরত একটি শিক্ষিত পরিবার; এবং ক্ষমতাশালীদের দ্বারা গণধর্ষণের শিকার হয়ে মৃত্যুর মুখে পড়েও বেঁচে যাওয়া এক গ্রামের মেয়ে—এই ভিন্ন প্রেক্ষাপটগুলো সিরিজে উঠে এসেছে। এটি আহাদের প্রথম দিকের সফল কাজ, যা তাকে তারকা খ্যাতি এনে দেয়।
২. মীম সে মোহাব্বত : নিয়তি আর কাকতালীয় ঘটনার শৈল্পিক মিশ্রণে নির্মিত এই সিরিজে দুই বিপরীত মেরুর মানুষের ভালোবাসার গল্প তুলে ধরা হয়েছে। চরিত্রগুলো একে অপরের থেকে সম্পূর্ণ ভিন্ন হওয়া সত্ত্বেও ভাগ্যের ফেরে তারা এক হয়। এটি ভালোবাসা ও সম্পর্কের এক মর্মস্পর্শী কাহিনি যা দর্শকদের ভাবায়। এ সিরিজে আহাদ রাজা মীর তালহা আহমেদ চরিত্রে অভিনয় করেছে আর দানানির মোবিন রোশি চরিত্রে।
৩. এহদ-এ-ওয়াফা : চার বন্ধুর দেশপ্রেম ও আত্মত্যাগের ঘটনাকে কেন্দ্র করে। স্কুলজীবন শেষে বাস্তব জীবনের পথে পা রাখা চার বন্ধুর গল্প এটি। বড় হওয়ার পথে তাদের ভুল করা, প্রেমে পড়া এবং অবশেষে দেশের জন্য জীবন উৎসর্গ করার মানসিকতা এ সবকিছু নিয়েই এই সিরিয়াল। এই আইএসপিআর-ভিত্তিক ড্রামাটি বন্ধুত্ব, ভালোবাসা, এবং দেশপ্রেমের এক অনবদ্য গাথা। এটি আহাদের অন্যতম সফল একটি কাজ, যা তাকে বিপুল পরিচিতি এনে দিয়েছে।
৪. হাম তুম : এটি একটি কমেডি ধাঁচের পারিবারিক নাটক, যা মূলত প্রেম ও ঘৃণার এক মজার গল্প নিয়ে আবর্তিত। এই সিরিজে আহাদ রাজা মীরের বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী রামশা খান। তাদের চরিত্রগুলোর মধ্যে প্রেম-ঘৃণার সম্পর্ক দর্শকদের দারুণ উপভোগ্য মুহূর্ত উপহার দিয়েছে। এই হালকা চালের সিরিয়ালটি দর্শকমহলে বেশ হিট হয়েছিল।
৫. ওয়ার্ল্ড অন ফায়ার : বিবিসি'র সিরিজে আহাদের আন্তর্জাতিক ছাপ। আন্তর্জাতিক মঞ্চেও নিজের ছাপ ফেলেছেন আহাদ। এটি পিটার বোকার নির্মিত একটি ব্রিটিশ যুদ্ধভিত্তিক টেলিভিশন সিরিজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে তৈরি এই সিরিজটি ইউরোপের বিভিন্ন সাধারণ মানুষের জীবনকে অনুসরণ করে, যারা এই সংঘাতে জড়িয়ে পড়ে। আহাদ রাজা মীর এই মিনি-সিরিজের দ্বিতীয় সিজনে অভিনয় করেছেন, যেখানে উত্তর আফ্রিকার যুদ্ধক্ষেত্র (Operation Compass) দেখানো হয়েছে। এটি তার আন্তর্জাতিক ক্যারিয়ারের এক গুরুত্বপূর্ণ কাজ।
আইকে/এসেএন