শাহরুখ খান ও কাজল মানেই নব্বইয়ের নস্টালজিয়া। পর্দায় তাদের উপস্থিতি মানেই দর্শকদের অন্যরকম উন্মাদনা, সঙ্গে জমজমাট বক্স অফিস। এই জুটির নাম শুনলেই চোখে ভাসে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গম’ কিংবা ‘বাজিগর’-এর মতো কালজয়ী সিনেমার স্মৃতি।
সম্প্রতি ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস উপলক্ষে কাজল তাঁর ইনস্টাগ্রামে শাহরুখের সঙ্গে পুরোনো ও নতুন কিছু ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, চিরকালীন স্মৃতি থেকে শুরু করে একসঙ্গে কাঙ্ক্ষিত ব্ল্যাক লেডি (ফিল্মফেয়ার ট্রফি) জয়। শাহরুখের সঙ্গে আমার এই জার্নিটা সত্যিই জাদুকরী।
তিনি আরও লিখেছেন, আমরা একসঙ্গে যে মুহূর্তগুলো তৈরি করেছি তা শুধু সিনেমা নয়, দর্শকদের আবেগের অংশ হয়ে আছে।
তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি এখনও বলিউডের রোমান্সের ‘গোল্ড স্ট্যান্ডার্ড’ হিসেবে বিবেচিত হয়। কাজল পোস্টে আরও বলেছেন, সময় বদলালেও আমাদের বন্ধুত্ব ও পর্দার রসায়ন একই রকম উজ্জ্বল।
শাহরুখ ও কাজলের এই অবিচ্ছেদ্য বন্ধুত্ব এবং পারফেক্ট রোমান্সের কারণে তাঁদের জুটিকে বলিউডের ইতিহাসে চিরকালীন একটি জায়গা দিয়ে দেওয়া হয়েছে। ভক্তদের মন্তব্যে ঝরেছে পুরোনো স্মৃতির জলরাশি। এক ভক্ত লিখেছেন, শাহরুখ-কাজল মানেই রোমান্সের অন্য নাম। আরেকজন মন্তব্য করেছেন, তোমরা দু'জন মিলে বলিউডের ইতিহাস লিখেছো।
আইকে/এসেএন