ফর্মহীন জ্যোতি, তবু আশাবাদী দলের সহ-অধিনায়ক

নারী ওয়ানডে বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল এখন ভারতের মাটিতে। ইতোমধ্যে তিন ম্যাচ খেলাও হয়ে গেছে দলটির। তবে পাকিস্তানের বিপক্ষে বোলারদের কল্যাণে জয়ের পরের দুই ম্যাচে ব্যাটারদের ব্যর্থতায় হেরেছে নারী দল। এমন হারের পর আগামীকাল চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল।

এমন ম্যাচের আগে আজ রোববার সংবাদ সম্মেলনে আসেন সহ অধিনায়ক নাহিদা আক্তার। সেখানে ড্রেসিংরুমের অবস্থা জানতে চাইলে তিনি বলেন, 'প্রথম ম্যাচটা জিতেছি, পরেরটা লড়াই করেছি। অবশ্যই শেষ ম্যাচে হেরেছি। এখন আমরা চেষ্টা করছি কিভাবে কামব্যাক করা যায়।'

দলের বড় সমস্যা ব্যাটারদের রান খরা। ব্যাটিং কোচ নাসিরউদ্দিন ফারুকির উপরও ব্যাটারদের ব্যর্থতার দায় বর্তায়। কোচ হিসেবে ব্যাটারদের রানে ফেরাতে পুরোপুরি ব্যর্থ তিনি, সবশেষ দেশের মাটিতেও অনূর্ধ্ব ১৫ দলের বিপক্ষে বাজে ব্যাটিং করেন নারী দলের ক্রিকেটাররা।


নাহিদা অবশ্য বলছেন, ব্যাটিং কোচ আছেন তার সঙ্গে কথা বলছেন ক্রিকেটাররা। তিনি বলেন, 'আমার মনে হয় আমাদের ব্যাটিং কোচ আছে, আমরা খেলোয়াড়ররাও সবাই কথা বলছি। আমরা চেষ্টা করছি যেখানে যেখানে ক্রুটি আছে সেগুলো ঠিক করতে। আশা করি পরের ম্যাচে আমাদের ব্যাটাররা ফিরে আসবে।'

চলমান বিশ্বকাপের প্রথম ম্যাচে ২৩, পরের ম্যাচে ০, এরপর সবশেষ ম্যাচে ২৮ বলে ৪ রান করেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এমন বাজে ব্যাটিংয়ের ব্যাখ্যা খুঁজে পাওয়া কঠিন। দলের সেরা ব্যাটার অধিনায়ক নিজেই যদি ব্যর্থ থাকেন তাহলে দলের বাকিদের জন্যও মনোবল ঠিক রাখা কঠিন।

যে কারণে নাহিদার কাছে জানতে চাওয়া হয় ক্যাপ্টেনের রান না পাওয়া দলের উপর চাপ তৈরি করছে কি না, 'না, আমার কাছে সেরকম কিছু মনে হচ্ছে না। আমাদের আরও যারা ব্যাটার আছে অবশ্যই ক্যাপাবল। জ্যোতি যেভাবে এতদিন ব্যাটিং করে আসছে সেটা সবসময় আমাদের আত্মবিশ্বাস দেয়। আশা করি পরের ম্যাচে জ্যোতির ব্যাটে রান আসবে।'

দলের একমাত্র পেসার মারুফা আক্তার, আর কোনো পেসার খেলবে কি না? এমন প্রশ্নে নাহিদা বলেন, 'এটা এখন আসলে বলা কঠিন পেসার বাড়বে কি না। এখনোও সিদ্ধান্ত হয়নি। টিম ম্যানেজমেন্ট আলোচনা করবে, উইকেট কেমন আচরণ করে, প্রতিপক্ষের শক্তি-দুর্বলত দেখে একদশ সাজানো হবে।'

দক্ষিণ আফ্রিকাকে হারানোর জন্য বিশেষ পরিকল্পনা নিয়ে নাহিদা বলেন, 'অবশ্যই, আমাদের পরিকল্পনা আছে সেটা মাঠে কাজে লাগানোর চেষ্টা করবো। শেষ ম্যাচটাতে আমরা জানি কি হয়েছে, সেটা ভুলে যেতে চাই। দল হিসেবে আমাদের একটা পরিকল্পনা আছে এবং আগামীকাল সেটা কাজে লাগাতে চাই। আমার বিশ্বাস আমরা কালকে আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারবো। আমাদের আত্মবিশ্বাস আছে আমরা জয়ের জন্যই মাঠে নামবো। এখানে তো আসলে কোনো দলই হারার জন্য আসে না। হয়তো ম্যাচের দিন আমাদের ব্যাটিং কলাপ্স হয়েছে। তবে আমি আশা করি আমরা নেক্সট ম্যাচে এটা কাটিয়ে উঠবো।'



আইকে/এসএন


Share this news on:

সর্বশেষ

img
প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক Oct 12, 2025
img

নারী ওয়ানডে বিশ্বকাপ

ভারতকে উড়িয়ে অস্ট্রেলিয়ার ইতিহাস গড়া জয় Oct 12, 2025
img
এনসিপি বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে : ইশরাক Oct 12, 2025
দীর্ঘ কয়েক বছর পর হাটার রাস্তা পেল ভোলার পাঁচ গ্রামের মানুষ Oct 12, 2025
img
ফেসবুকে রহস্যময় পোস্ট বাপ্পারাজের, উদ্বেগে ভক্তরা! Oct 12, 2025
img
‘প্রথম ম্যাচের ওপর নির্ভর করছে কোয়ালিফাই’ Oct 12, 2025
img
মিরাজ ক্যাপ্টেন ম্যাটেরিয়াল: ফারুক আহমেদ Oct 12, 2025
img
আগামী ৫ দিন দেশের ৩ বিভাগে বজ্র-বৃষ্টির আভাস Oct 12, 2025
img

নতুন দলের নিবন্ধন

‘তদন্ত নয়, প্রহসন’, ইসিকে ঘিরে অপেক্ষায় থাকা দলগুলোর ক্ষোভ Oct 12, 2025
img
ময়মনসিংহে বাস ধর্মঘট প্রত‍্যাহার Oct 12, 2025
img
ছক্কা মেরেই বিশ্ব রেকর্ড গড়লেন স্মৃতি মান্ধানা Oct 12, 2025
img
১৮৫ পোশাক কারখানা বন্ধ, বেকার হাজারো শ্রমিক Oct 12, 2025
img
হজ নিবন্ধনের সময় শেষ হচ্ছে মধ্যরাতে Oct 12, 2025
img
রাতে কি ফের সংঘাতে জড়াবে দুই দেশ! Oct 12, 2025
img
‘শক্তি দাও যাতে তোমার ন্যায়বিচার পেতে পারি’ Oct 12, 2025
img

ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপনকালে চিফ প্রসিকিউটর

রক্ত-মগজের উত্তাপ হাতে না লাগলে অপরাধীদের ফিলিং আসত না Oct 12, 2025
img
অস্তিত্ব টিকাতে দৌড়াদৌড়িতে এনসিপি : মোস্তফা ফিরোজ Oct 12, 2025
img
ফর্মহীন জ্যোতি, তবু আশাবাদী দলের সহ-অধিনায়ক Oct 12, 2025
img
কক্সবাজার আদালত থেকে বিচারকের আইফোন ও মানিব্যাগ চুরি Oct 12, 2025
img
এনসিএল ফাইনালে সৌম্যের ইনিংস নিয়ে সমালোচনা Oct 12, 2025