সদ্য অনুষ্ঠিত হওয়া ৭০তম ফিল্মফেয়ার পুরস্কার অনুষ্ঠানে ‘জিগরা’র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন আলিয়া ভাট। এই পুরস্কারের মধ্য দিয়ে নূতন ও কাজলের পাঁচবারের জয় পেছনে ফেলে ছয়বারের সেরা অভিনেত্রীর খেতাব জিতলেন এই অভিনেত্রী। শুধু তাই নয়, এ নিয়ে টানা তিনবার সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন আলিয়া।
তার এই পুরস্কার উসকে দিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক।
অন্তর্জালে শুরু হয়েছে সমালোচনার ঝড়। কেউ কেউ বলছেন, আলিয়ার পুরস্কার বলিউডে স্বজনপ্রীতি নিয়ে ধারণাকেই আরও শক্ত করেছে।
আলিয়ার ধারাবাহিক পুরস্কার জয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তীব্র বিতর্ক। একজন লিখেছেন, ‘টানা এতবার পুরস্কার দেওয়া হচ্ছে, অথচ তাঁর অভিনয় নিয়ে দর্শকের মিশ্র প্রতিক্রিয়া।
এই বছরও মনে হয়েছিল অন্য কেউ জিতবে, কিন্তু আবারও আলিয়া!’ অন্য একজনের কটাক্ষ, ‘অন্য অভিনেত্রীদের মনোনয়ন দেওয়ারই দরকার নেই। বরং ফিল্মফেয়ার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করুক আলিয়া ভাট আজীবন বিজয়ী।’
সমালোচনার ঝড় বয়ে গেলেও এ নিয়ে আলিয়া এখনো টুঁ শব্দটি করেননি।
এর আগে ‘উড়তা পাঞ্জাব’, ‘রাজি’, ‘গাল্লি বয়’, ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ ও ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র জন্য পুরস্কার জেতেন আলিয়া ভাট।
প্রসঙ্গত, ভাসান বালা পরিচালিত ‘জিগরা’ সিনেমায় ভাইয়ের জন্য বোনের ভালোবাসার গল্প তুলে আনা হয়েছে। সিনেমাটি প্রযোজনা করেছে করণ জোহরের ধর্মা প্রোডাকশন। পাশাপাশি প্রযোজনায় রয়েছে অভিনেত্রীর প্রযোজনা প্রতিষ্ঠান ইটারনাল সানশাইন প্রোডাকশনসও।
তবে মুক্তির পর ছবিটি সেভাবে দর্শক টানতে পারেনি, সমালোচকদের কাছেও পেয়েছিল মিশ্র প্রতিক্রিয়া।
টিজে/এসএন