ওএমআর পদ্ধতিতে হবে চাকসু নির্বাচন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এবং হল ও হোস্টেল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ওএমআর পদ্ধতিতে হবে। নির্বাচন কমিশন ভোটের প্রক্রিয়া আরও স্বচ্ছ, নিরাপদ এবং নিরপেক্ষ করতে এই উদ্যোগ গ্রহণ করেছে।

রোববার (১২ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন জানিয়েছেন, ভোটাররা প্রতিটি প্রার্থীর জন্য নির্ধারিত বৃত্ত পূরণ করবেন। প্রতিটি ব্যালটে থাকবে প্রার্থীর নাম, পদবি, ব্যালট নম্বর, ২৪ অঙ্কের নিরাপত্তা কোড এবং একটি গোপন কোড, যা সরাসরি ওএমআর মেশিনে শনাক্ত হবে। একাধিক বৃত্ত পূরণ করলে ভোট বাতিল হবে। ভোটাররা পর্যাপ্ত সময় নিয়ে ভোট দিতে পারবেন এবং নির্বাচনে কোনো প্রশ্ন উঠবে না।

তিনি আরও জানান, ভোটগ্রহণ হবে ১৫ অক্টোবর (বুধবার) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনের ১৫টি কেন্দ্রে মোট ৬১টি ভোটকক্ষ প্রস্তুত করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে সর্বোচ্চ ৫০০ জন ভোটার অংশ নিতে পারবেন। এবারের নির্বাচনে কেন্দ্রীয় ২৬টি পদে ৪১৫ জন প্রার্থী এবং হল ও হোস্টেল সংসদের ২৪টি পদে ৪৯৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রতিটি ভোটকক্ষে দায়িত্ব পালন করবেন একজন প্রিজাইডিং অফিসার, একজন শিক্ষক ও একজন কর্মকর্তা। তাদের সহায়তায় থাকবেন দুইজন কর্মচারী, একজন রোভার স্কাউট ও একজন বিএনসিসি সদস্য। প্রতিটি প্রার্থী প্রতি কেন্দ্রে একজন করে পোলিং এজেন্ট রাখতে পারবেন।

ভোট শুরু হওয়ার আগে ব্যালট বাক্স উপস্থিত সবার সামনে খোলা হবে এবং খালি আছে কি না যাচাই করা হবে। ভোট শেষে অব্যবহৃত ব্যালট সিলমোহরসহ ফেরত পাঠানো হবে। প্রতিটি ব্যালট দুইবার স্ক্যান করা হবে— প্রথমে ডিন অফিসে, পরে বিশ্ববিদ্যালয়ের আইটি অফিসে। দুই ফলাফল মিললে সেটিই চূড়ান্ত ঘোষণা করা হবে।

এদিকে নির্বাচন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ক্যাম্পাস ও আশপাশে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা, পুলিশ, র‌্যাব, ফায়ার সার্ভিস, রিজার্ভ ফোর্স, স্ট্রাইকিং ফোর্স, গোয়েন্দা সংস্থা, বিএনসিসি ও রোভার স্কাউট থাকবে। প্রয়োজনে বিজিবি ও সেনাবাহিনীও সহায়তায় নামতে পারে। ভোটের লাইনে দাঁড়ানোর আগে প্রত্যেক ভোটারকে তিন ধাপে তল্লাশি করা হবে।

শাটল ট্রেন ও বিশ্ববিদ্যালয়গামী বাসের রুটে কঠোর ট্রাফিক নিয়ন্ত্রণ থাকবে। নির্বাচনের দিন পাঁচ ভবনে পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, আশা করছি শিক্ষার্থীরা দায়িত্বশীলভাবে ভোটে অংশ নেবে এবং কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি সৃষ্টি হবে না।


আইকে/এসএন


Share this news on:

সর্বশেষ

img
ময়মনসিংহে বাস ধর্মঘট প্রত‍্যাহার Oct 12, 2025
img
ছক্কা মেরেই বিশ্ব রেকর্ড গড়লেন স্মৃতি মান্ধানা Oct 12, 2025
img
১৮৫ পোশাক কারখানা বন্ধ, বেকার হাজারো শ্রমিক Oct 12, 2025
img
হজ নিবন্ধনের সময় শেষ হচ্ছে মধ্যরাতে Oct 12, 2025
img
রাতে কি ফের সংঘাতে জড়াবে দুই দেশ! Oct 12, 2025
img
‘শক্তি দাও যাতে তোমার ন্যায়বিচার পেতে পারি’ Oct 12, 2025
img

ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপনকালে চিফ প্রসিকিউটর

রক্ত-মগজের উত্তাপ হাতে না লাগলে অপরাধীদের ফিলিং আসত না Oct 12, 2025
img
অস্তিত্ব টিকাতে দৌড়াদৌড়িতে এনসিপি : মোস্তফা ফিরোজ Oct 12, 2025
img
ফর্মহীন জ্যোতি, তবু আশাবাদী দলের সহ-অধিনায়ক Oct 12, 2025
img
কক্সবাজার আদালত থেকে বিচারকের আইফোন ও মানিব্যাগ চুরি Oct 12, 2025
img
এনসিএল ফাইনালে সৌম্যের ইনিংস নিয়ে সমালোচনা Oct 12, 2025
img
দুর্নীতি বন্ধ না হলে দেশের উন্নতি সম্ভব না : মঈন খান Oct 12, 2025
img
এনসিএল ফাইনালে কে পেলেন কত টাকার পুরস্কার Oct 12, 2025
img
রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা Oct 12, 2025
img
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে লিথুনিয়া-বাংলাদেশ দূতের বৈঠক Oct 12, 2025
img
‘তথ্য-প্রমাণ আছে, জুলাইয়ের গাদ্দারদের সব রেকর্ড প্রকাশ করা হবে’ Oct 12, 2025
img
সাবিনা ইয়াসমিনের কণ্ঠে মাতবে যুক্তরাজ্য Oct 12, 2025
img
কেউ যদি বিয়ের প্রস্তাব দেয়, আমি রাজি : মালাইকা আরোরা Oct 12, 2025
img
চার ফিফটিতে লাহোরে পাকিস্তানের দাপুটে ইনিংস Oct 12, 2025
img
গুলশান-বনানীতে অবৈধ শিশা বারে ডিএনসির অভিযান, গ্রেপ্তার ৬ জন Oct 12, 2025