গতকাল শনিবার রাতে আফগানিস্তান ও পাকিস্তানের সেনাদের মধ্যে সীমান্তে ব্যাপক সংঘর্ষ হয়েছে। দুই পক্ষই ভারী অস্ত্র ব্যবহার করেছে। পাক সেনাবাহিনীর মিডিয়া উইং নিশ্চিত করেছে, এই সংঘাতে শুধু গতকাল রাতেই তাদের ২৩ সেনা নিহত হয়েছে। অপরদিকে আফগানিস্তান তাদের ৯ সেনার মৃত্যুর তথ্য জানিয়েছে।
যদিও উভয় পক্ষ একেঅপরের হতাহতের সংখ্যা বাড়িয়ে বলেছে।
এখন প্রশ্ন দেখা দিয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের এ সংঘাত আরও বাড়বে কি না। আজ রাতেও হামলা পাল্টা হামলা হওয়ার সম্ভাবনা আছে কি না।
আফগানিস্তানে পাকিস্তানের বিশেষ প্রতিনিধি আসিফ দুরানি সংবাদমাধ্যম আলজাজিরাকে রোববার (১২ অক্টোবর) বলেছেন, “এই সংঘর্ষ ছড়িয়ে পড়া বা আরও বড়া হওয়ার সম্ভাবনা কম।”
তিনি বলেন, “প্রচলিত সামরিক সক্ষমতার দিক দেখলে দেখা যায় পাকিস্তানের যে সক্ষমতা আছে, আফগানিস্তানের তা নেই। গেরিলা যুদ্ধ প্রচলিত যুদ্ধের মতো নয়। এ দুটি সম্পূর্ণ ভিন্ন। আর আফগানিস্তানের চেয়ে এদিকে পাকিস্তান অনেক এগিয়ে আছে।”
এই কূটনীতিক বলেছেন, “কূটনীতিকে সবসময় একটা সুযোগ দিতে হবে। পরিস্থিতি যেমনই হোক। উল্লেখ করতে হবে যে, সন্ত্রাসী গোষ্ঠী টিটিপি দুই দেশের খারাপ সম্পর্কের মূলে।”
তিনি আরও বলেন, “আফগানিস্তানের মাটিতে টিটিপির উপস্থিতি আছে, এটি আফগান সরকার অস্বীকার করে। কিন্তু টিটিপি যতদিন আছে, পরিস্থিতি উত্তেজনাকর থাকবে।”
সূত্র: আলজাজিরা
এমকে/এসএন