নারী বিশ্বকাপে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে কাল নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। টানা দুই হারের পর জয়ের জন্য মরিয়া নিগার সুলতানা জ্যোতির দল। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ে উন্নতি করে প্রোটিয়াদের চমকে দিতে চায় টাইগ্রেসরা। বিশাখাপত্তমে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়।
ইএ/টিএ