রাজশাহী থেকে ছেড়ে আসা টুঙ্গীপাড়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা রেলস্টেশনে প্রবেশের আগে ট্রেনটির ইঞ্জিনে আগুন লাগে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি স্টেশনে ঢোকার সময় হঠাৎ ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। ট্রেনটি প্ল্যাটফর্মে থামার পরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। এ সময় যাত্রীরা ট্রেন থেকে নেমে পড়েন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে ট্রেনে থাকা কর্মীরা নিজস্ব অগ্নি নির্বাপন যন্ত্র ব্যবহার করে আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনেন। পরে ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, আমরা পৌঁছানোর আগেই ট্রেনের স্টাফরা আগুন নিয়ন্ত্রণে এনেছিলেন। আগুন লাগার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত বলা সম্ভব হবে।
রেলওয়ে সূত্র জানিয়েছে, অগ্নিকাণ্ডে ট্রেনের ইঞ্জিনের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে ট্রেনটি আর চালু রাখা সম্ভব হয়নি। পরে ঈশ্বরদী থেকে বিকল্প ইঞ্জিন এনে রাত ৮টার দিকে ট্রেনটি আবার যাত্রা শুরু করে।
ইএ/টিএ