ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের হাতে জিম্মি ইসরায়েলি বন্দীরা আজ মুক্তি পেতে যাচ্ছেন। সোমবার সকালে ইসরায়েল সরকারের মুখপাত্র শোশ বেদ্রোসিয়ান বলেন, জীবিত ২০ জিম্মির সবাই একসঙ্গে ফিরিয়ে আনা হবে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের নভেম্বর এবং ২০২৫ সালের ফেব্রুয়ারিতে যেভাবে জিম্মিদের মুক্তি দেওয়া হয়েছে এবারও একইভাবে দেওয়া হবে।
প্রথমে জিম্মিদের আন্তর্জাতিক রেডক্রস কমিটির কাছে হস্তান্তর করা হবে। পরে রেডক্রস তাদের ইসরাইলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করবে।
ইসরাইলি সেনারা গাজায় থাকা ইসরায়েলের সামরিক ঘাটিতে নিয়ে তাদের স্বাস্থ্য পরীক্ষা করবে। তারপর ইসরায়েল নিয়ে যাওয়া হবে যেখানে তারা পরিবারের সঙ্গে মিলিত হবেন।
জিম্মিদের পাওয়ার পর দুই হাজার ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। এদের মধ্যে ২৫০ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি রয়েছেন। তবে ফিলিস্তিনের ম্যান্ডেলা খ্যাত জনপ্রিয় নেতা মারওয়ান বারঘৌতি এই তালিকায় থাকবেন না।
গত শুক্রবার সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতির কার্যকর হয়।
চুক্তি অনুযায়ী, যুদ্ধবিরতি শুরুর ৭২ ঘণ্টার মধ্যে জিম্মিদের মুক্তি দিতে হবে হামাসকে।
এমআর/টিকে