বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল তাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছেন। শোনা যাচ্ছে, অক্টোবরের শেষ কিংবা নভেম্বরের শুরুতেই ক্যাটরিনা-ভিকির ঘর আলো করে আসতে পারে নতুন অতিথি। এরইমধ্যে এ তারকা দম্পতির সন্তান নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন ভারতের খ্যাতিমান জ্যোতিষী পণ্ডিত অনিরুদ্ধ কুমার মিশ্র।
ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদন থেকে জানা যায়, জ্যোতিষী পণ্ডিত অনিরুদ্ধ কুমার মিশ্র সম্প্রতি তার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, এ তারকা দম্পতির প্রথম সন্তান মেয়ে হচ্ছে। কন্যা সন্তানের জন্ম দেবেন অভিনেত্রী। জ্যোতিষী ভাষায়,
ক্যাটরিনা ও ভিকির প্রথম সন্তান মেয়ে হবে।
এরপরই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী দ্রুত ছড়িয়ে পড়ে। নেটদুনিয়ায় ভবিষ্যদ্বাণীটি ভাইরাল হওয়ার কারণ এ জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী বেশিরভাগ সময়ই সত্য হয়। এর আগে জ্যোতিষী পণ্ডিত অনিরুদ্ধ কুমার মিশ্র তারকা দম্পতি বিরাট কোহলি- আনুশকা শর্মা, সাইফ আলি খান-কারিনা কাপুর খানের সন্তান প্রসঙ্গে সঠিক ভবিষ্যদ্বাণী করেছিলেন।
তাই জ্যোতিষীর ভবিষ্যদ্বাণীর কমেন্টবক্সে নেটিজেনরা নিজেদের মতামত জানাতে শুরু করেছেন। একজন লিখেছেন, এ যেন ‘বেবি গার্ল’-এর মরসুম! আরেকজন লেখেন, ভালোবাসায় ভরে উঠুক ভিক্যাটের সংসার। এদিকে ভিকি কৌশলের ভাই সানি কৌশল স্যোশাল হ্যান্ডেলে লিখেছেন, ‘সবাই খুব উত্তেজিত, তবে একটু নার্ভাসও। আমি কুলচাচু হতে চাই আর নতুন সদস্যকে একেবারে আদরে ভরিয়ে দেবো!’
প্রসঙ্গত, বর্তমানে সিনেমা জগত থেকে দূরে ক্যাটরিনা কাইফ। অন্যদিকে সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিংয়ে ব্যস্ত ভিকি কৌশল। নায়কের সর্বশেষ সফল ভারতীয় সিনেমা ‘ছাবা’। সিনেমাটি ৮০০ কোটি রুপিরও বেশি আয় করে সর্বকালের ভারতীয় রেকর্ড সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে।
এবি/টিকে