মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আজ মিশর সফরকালে গাজায় পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যসেবা সরবরাহে সহায়তা করতে ২০ মিলিয়ন পাউন্ড মূল্যের একটি মানবিক সহায়তা প্যাকেজ ঘোষণা করবেন।
এই অর্থায়ন চলতি বছরে ফিলিস্তিনি জনগণের জন্য যুক্তরাজ্যের মোট ১১৬ মিলিয়ন পাউন্ড সহায়তা প্রতিশ্রুতির অংশ।
স্টারমার তার বক্তব্যে এই ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছে। ‘যুক্তরাজ্য শান্তি পরিকল্পনার পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে পরবর্তী ধাপের আলোচনাকে সমর্থন করবে, যাতে উভয় পক্ষের মানুষ নিরাপত্তা ও স্থিতিশীলতার মধ্যে তাদের জীবন পুনর্গঠন করতে পারে।’
তিনি আরো বলবেন, ‘আজকের দিনটি এই যুদ্ধের অবসানের প্রথম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। এখন আমাদের অবশ্যই দ্বিতীয় ধাপটি সম্পূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে।’
সূত্র : বিবিসি।
এমআর/টিকে