রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশ পথ চালু থাকবে না। বেশির ভাগ প্রবেশ পথ বন্ধ থাকবে বলে জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকীব।
সোমবার (১৩ অক্টোবর) দুপুরে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে নির্বাচনের প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন।
তিনি বলেন, ‘নির্বাচনের দিন পুলিশ ও সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা ক্যাম্পাসের ভেতরে থাকবেন। বিজিবি ও সামরিক বাহিনীর সঙ্গে কথাবার্তা চলছে। যাতে প্রয়োজন হলে দ্রুত চলে আসতে পারে।’
তিনি আরও বলেন, ‘আমরা যে নির্দেশনা দেব, তা সবাইকে মেনে চলতে হবে। এখন পর্যন্ত ক্যাম্পাসে আনন্দঘন, উৎসবমুখর ও সৌহার্দপূর্ণ পরিবেশ রয়েছে। আশা করি নির্বাচন পর্যন্ত এই পরিবেশ বিদ্যমান থাকবে। নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান রাবি উপাচার্য।
এ সময় বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য, রাকসুর প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
টিজে/টিকে